TRENDING:

Jalpaiguri News: 'হাই গাইস, ম্যায় টোটো চালাতি হুঁ...!' চা বাগানের সাহসী মেয়ে তৃষার এভাবেই দিন শুরু, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Last Updated:

Jalpaiguri News: জলপাইগুড়ির বড়দিঘি চা বাগানের মেয়ে তৃষা সোশ্যাল মিডিয়ায় অনুপ্রেরণার মুখ। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেছে সে। মালবাজার কলেজের প্রথম বর্ষের ছাত্রী তৃষা সকালে ক্লাসে যায়, বিকেলে টোটো চালিয়ে সংসার চালায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: হাই গাইস, মেরা নাম হ্যাঁ তৃষা, ম্যায় টোটো চালাতি হুঁ…. সকালটা শুরু হয় মোবাইলের ক্যামেরা হাতে এই কথা দিয়েই। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল এবং পরিচিত মুখ তৃষা টোপনো। শুরুটা যতই চিত্তাকর্ষক লাগুক না কেন মোবাইল ক্যামেরা অন করেই শুরু হয় জীবনের আসল সংগ্রাম! ভাবছেন কেন? বেশ তো সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের মতোই শোনাচ্ছে। তাই না! আসলে ছবিটা এত সহজ সরল নয়!
advertisement

জলপাইগুড়ির বড়োদেঘি চা বাগানের কাঁচা পথে প্রতিদিন ভোরে দেখা যায় এক তরুণীকে, স্টিয়ারিং হাতে টোটো চালিয়ে ছুটছে কলেজের পথে। সে তৃষা টোপনো। মালবাজারের পরিমল মিত্র মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী তৃষা আজ সোশ্যাল মিডিয়ায় অনুপ্রেরণার প্রতীক। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেছে এই চা বাগান শ্রমিক পরিবারের মেয়ে। বাবার টোটোই এখন তৃষার আশ্রয়। চা বাগানের মেয়ে চালাচ্ছে সংসারের চাকা, জয় করছে হৃদয়। কলেজের ক্লাস, সংসারের দায়িত্ব, ছোট ভাই-বোনদের পড়াশোনা…সব কিছু একাই সামলাচ্ছে তৃষা।

advertisement

আরও পড়ুন-মার্গশীর্ষ অমাবস্যায় চরম বিপদ মিথুন -সহ ৪ রাশির, বিপুল আর্থিক ক্ষতি, দুর্ঘটনার সম্ভাবনা, চাকরিজীবীরা সাবধান!

বাবার হাতে শেখা টোটো চালানোই এখন তার জীবিকার একমাত্র ভরসা। সকালে কলেজ যাওয়ার আগে, আবার ক্লাস শেষে বিকেলে সে টোটো নিয়ে বেরিয়ে পড়ে যাত্রী তুলতে। যতটুকু ভাড়া আসে, তাতেই চলে সংসার। তৃষা জানায়, ‘বাবা বেঁচে থাকলে হয়তো এত বড় দায়িত্ব নিতে হত না। কিন্তু এখন পিছিয়ে যাওয়া মানে হেরে যাওয়া। পড়াশোনা চালিয়ে যেতে চাই, তাই লড়ছি। চা বাগানের ধুলো মাটি মেখে থাকা তার প্রতিটি দিন যেন এক সংগ্রামের গল্প।

advertisement

আরও পড়ুন-‘A’ দিয়ে নামের শুরু হলে মানুষরা আসলে কেমন, সৎ না অসৎ, জানুন ব্যক্তিত্ব ও সাফল্যের গোপন দিক, মিলিয়ে নিন দোষ-গুণ

সেরা ভিডিও

আরও দেখুন
কাঠের ফ্রেম তৈরির ব্যবসায় অঢেল আয়ের সুযোগ! রোজ হতে পারে ৩-৪ হাজার টাকা লাভ
আরও দেখুন

কলেজের পোশাক পরা তৃষাকে কখনও দেখা যায় টোটোর স্টিয়ারিং ধরে, কখনও যাত্রী তুলতে ব্যস্ত। তার ভিডিও বা ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে দ্রুত। নেটিজেনরা বলছেন, ‘তৃষা শুধু টোটো চালাচ্ছে না, চালাচ্ছে স্বপ্নের গাড়ি।’ তবে তৃষার স্বপ্ন একদিন সরকারি চাকরি করা। আর তার জন্যেই দিন রাত এত খাটনি। সবুজে ঘেরা চা বাগানের বুক চিরে ছুটে চলা এই তরুণীর জীবনের গল্প শেখায়, ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাও পথ দেখায়!

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: 'হাই গাইস, ম্যায় টোটো চালাতি হুঁ...!' চা বাগানের সাহসী মেয়ে তৃষার এভাবেই দিন শুরু, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল