TRENDING:

মুঘল থেকে সুলতানি, হাতির দাঁতের বাক্স থেকে চাঁদির মুদ্রা, সবই রয়েছে মালদহের যুবকের বাড়িতে! বাড়ি যেন আস্ত মিউজিয়াম

Last Updated:

শতাব্দী প্রাচীন একাধিক জিনিসপত্র সংগ্রহ করে বাড়িতেই আস্ত একটি সংগ্রহশালা গড়ে তুলেছেন নিজেই। কখনও ইংল্যান্ড কখনও সিঙ্গাপুর আবার কখনও মালয়েশিয়া ইত্যাদি বিভিন্ন দেশ ঘুরে সংগ্রহ করছেন প্রাচীন ও বর্তমান একাধিক জিনিসপত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: সুলতান, মুঘল, ব্রিটিশদের শাসনকাল না থাকলেও, থেকে গেছে তাঁদের ইতিহাস। একাধিক বইয়ের পাতা, সংগ্রহশালা ইত্যাদি জায়গায় লেখা ও সংগৃহীত রয়েছে শতাব্দি প্রাচীন বহু ইতিহাস। তবে শুধু বইয়ের পাতা বা সংগ্রহশালা নয়, প্রাচীন বহু ইতিহাসকে বাড়িতেও সংগ্রহ করে রাখছেন অনেকে। তাদের মধ্যে অন্যতম রয়েছেন মালদহের এক অ্যান্টিক কালেক্টর অম্লান চক্রবর্তী।
advertisement

শতাব্দী প্রাচীন একাধিক জিনিসপত্র সংগ্রহ করে বাড়িতেই আস্ত একটি সংগ্রহশালা গড়ে তুলেছেন নিজেই। কখনও ইংল্যান্ড, কখনও সিঙ্গাপুর আবার কখনও মালয়েশিয়া ইত্যাদি বিভিন্ন দেশ ঘুরে সংগ্রহ করছেন প্রাচীন ও বর্তমান একাধিক জিনিসপত্র। মুঘল আমলের হাতির দাঁতের গয়নার বাক্স, ইতর সুনগানি, সুলতানি আমলের চাঁদির মুদ্রা, ব্রিটিশ আমলের সোনার মুদ্রা, প্রাচীন আমলের কাঁচের ফুলদানি সহ ১৮৫ রকম বিদেশী মুদ্রা সংগ্রহে রয়েছে তাঁর। মালদহ শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা অম্লান চক্রবর্তী। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও ভালবাসেন ইতিহাসকে।

advertisement

আরও পড়ুন: পর্যটকদের জন্য মন ভাল করা খবর! শীতে বেঙ্গল সাফারি ঘোরা হবে আরও প্রাণবন্ত, আনন্দ দেবে ২ নতুন অতিথি

View More

সংগ্রহকারী অম্লান চক্রবর্তী জানান, “পূর্বপুরুষদের দেখেই নেশা হয় তাঁর ঐতিহাসিক জিনিসপত্র সংগ্রহের। বর্তমানে তিনি পেশাগতভাবে চেন্নাইয়ে মাইক্রোবায়োলজি গবেষক হিসাবে কর্মরত। তবে যেখানেই যান ঐতিহাসিক জিনিসপত্র সংগ্রহ করে নিয়ে আসেন বাড়িতে।” মালদহের ইতিহাসবিদ এম আতাউল্লাহ জানান, “দীর্ঘদিন থেকেই অম্লান ঐতিহাসিক জিনিসপত্র সংগ্রহ করেন। প্রতিবছরই তাঁর উদ্যোগ ঐতিহাসিক জিনিসপত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠান হয়ে থাকে। তাঁর এমন উদ্যোগ বর্তমান প্রজন্মকে পরিচিত করাবে বলে আশাবাদী তিনি।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় শুরু ক্রিসমাস ফেস্টিভ্যাল! পর্যটকদের জন্য বড়দিনের বড় আকর্ষণ
আরও দেখুন

বর্তমান সমাজ যেখানে আধুনিক প্রযুক্তির ব্যবহারে আসক্ত। নতুন প্রজন্মের কাছে বিলুপ্তপ্রায় একাধিক ইতিহাস এবং ইতিহাসের চর্চা। সেই জায়গায় দাঁড়িয়ে যুবক এই ইতিহাস সংগ্রহকারী ইতিহাস প্রেমীর এমন কর্মকাণ্ড সত্যি এক বিরল চিত্র বর্তমান সমাজের কাছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মুঘল থেকে সুলতানি, হাতির দাঁতের বাক্স থেকে চাঁদির মুদ্রা, সবই রয়েছে মালদহের যুবকের বাড়িতে! বাড়ি যেন আস্ত মিউজিয়াম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল