ভারত-ভুটান সীমান্তের জয়গাঁতে রাতের অন্ধকারে পুড়ে ছাই ২ চশমার দোকান, লক্ষাধিক টাকার ক্ষতি, আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Alipurduar Shop Fire: বুধবার গভীর রাতে ভারত ভুটান সীমান্তের জয়গাঁতে চশমার দোকানে অগ্নিকাণ্ড। পাশাপাশি দুটো চশমার দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: ভারত ভুটান সীমান্তের জয়গাঁতে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। বুধবার গভীর রাতে জয়গাঁর চশমার দোকানে আগুন লাগে। পাশাপাশি দুটো চশমার দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ভরা বাজার এলাকার মাঝে দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আতঙ্কে রয়েছেন অন্যান্য ব্যবসায়ীরা। ক্ষয়ক্ষতির পরিমাণ বহু। প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিকরা।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলছে বাড়ি! জানলা থেকে দৈত্যের মতো ঠেলে বেরিয়ে আসছে আগুন, ভিতরে বৃদ্ধ বাবা-মা, হাওড়ায় ভয়াবহ দৃশ্য
দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আলিপুরদুয়ারের হাসিমারা থেকে ছুটে আসে দমকল। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে দমকলের বাহিনী। দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।
advertisement
advertisement

পুড়ে ছাই দোকানের সমস্ত কিছু
আরও পড়ুনঃ চোখের সামনে ফের ‘জীবন্ত’ উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার দৃশ্য! মেজবিলের রাসমেলায় এবারের বিশেষ আকর্ষণ পুতুল প্রদর্শনী, ঘুরে আসুন একবার
দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, রাত দুটো নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়েই ছুটে আসেন তারা। তবে কীভাবে দোকান দুটিতে আগুন লাগল সেই উত্তর এখনও অধরা। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে দমকল বিভাগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
November 13, 2025 2:12 PM IST

