TRENDING:

Siliguri news: ৩০০ তরুণীর হৃদয়ভঙ্গ! সোশ্যাল মিডিয়ায় ‘পাইলট’ সেজে প্রতারণা যুবকের, তারপর যা হল!

Last Updated:

Man posing as co-pilot arrested in Siliguri: এ আই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দিয়েই ৩০০ তরুণীর সঙ্গে প্রেম ! তারপর যা হল ! সোশ্যাল মিডিয়ায় কো-পাইলট সেজে প্রতারণা। অবশেষে গ্রেফতার সিকিমের যুবক। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুরজিৎ দে, শিলিগুড়ি: AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তির ব্যবহার করে ৩০০ তরুণীর সঙ্গে প্রেম! তারপর যা হল ! সোশ্যাল মিডিয়ায় কো-পাইলট সেজে প্রতারণা। অবশেষে গ্রেফতার সিকিমের ‘ফ্রড’ যুবক। সোশ্যাল মিডিয়া—যেখানে বন্ধুত্ব গড়ে ওঠে, ভালবাসার গল্পও শুরু হয়। কিন্তু এই প্ল্যাটফর্মই কখনও কখনও বিশ্বাসঘাতকতার ফাঁদ হয়ে দাঁড়ায়। এমনই এক প্রতারণার ঘটনায় শেষপর্যন্ত পুলিশের জালে সিকিমের এক যুবক, যার পরিচয় ছিল—তিনি একজন ‘কো-পাইলট’।
advertisement

আরও পড়ুন– শুধু কাশ্মীর নয়, PoK ফেরত দেওয়ার বিষয়েও আলোচনা হবে, বিশ্বের মধ্যস্থতার প্রয়োজন অনুভব করছে না ভারত

গ্রেফতার হয়েছে হেমন্ত শর্মা, বয়স আনুমানিক ৩০। সিকিমের প্যাকিয়ংয়ের বাসিন্দা হলেও, কর্মসূত্রে সে বেঙ্গালুরু বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফ। কিন্তু ইনস্টাগ্রামে কিংবা বিভিন্ন ডেটিং অ্যাপে নিজেকে ‘কো পাইলট’ বা ‘ফার্স্ট অফিসার’ হিসেবে পরিচয় দিত ৷ এআই (AI) প্রযুক্তির সাহায্যে নিজের ছবি পাইলটের পোশাকে এডিট করে সাজিয়ে সে তৈরি করেছিল নিজের চটকদার প্রোফাইল। সেই ছবি আর মিষ্টি কথার জালে যুবক জড়িয়েছে বহু তরুণীকে। অভিযোগ, এখনও পর্যন্ত প্রায় ৩০০ জন তরুণী তার ফাঁদে পড়েছেন।

advertisement

সূত্রের খবর, এক নার্সের থেকে চার গ্রাম সোনা আত্মসাৎ করার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে শিলিগুড়ির মেডিক্যাল আউট পোস্ট থানার পুলিশ। অবশেষে ৬ মে রাতে শহরের শিব মন্দির সংলগ্ন দুর্গা মন্দির এলাকা থেকে গ্রেফতার করা হয় হেমন্তকে। এই ঘটনার পরই প্রশ্ন উঠছে—‘‘আমরা কি খুব সহজে সবাইকে বিশ্বাস করে ফেলি? সোশ্যাল মিডিয়ার প্রোফাইলই কি কারোর আসল পরিচয়?’’

advertisement

View More

আরও পড়ুন– মীনা কুমারীর ‘ভাই’, ধর্মেন্দ্রকে হারিয়ে জিতে নেন জাতীয় পুরস্কার, শোলে-তেও কেড়েছেন নজর, চিনতে পারছেন এঁকে?

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুরের গৃহবধূর তাক লাগানো বিজনেস আইডিয়া! অবসর সময়ে বানাচ্ছেন 'এইসব' জিনিস
আরও দেখুন

প্রত্যেক মুহূর্তেই তাই সতর্ক থাকা জরুরি সাধারণ মানুষকে। হেমন্ত বর্তমানে তিন দিনের পুলিশি হেফাজতে রয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, প্রতারণার নেটওয়ার্ক আরও বড় কি না, আর কারা কারা এর সঙ্গে জড়িত। এই ঘটনায় আরও একবার সামনে এল কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার আর সোশ্যাল মিডিয়ায় সচেতনতার প্রয়োজনীয়তা। ডিজিটাল যুগের এক নীরব বিপদ থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে আমাদেরই !

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri news: ৩০০ তরুণীর হৃদয়ভঙ্গ! সোশ্যাল মিডিয়ায় ‘পাইলট’ সেজে প্রতারণা যুবকের, তারপর যা হল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল