Elephant: রাতে খাবারের সন্ধানে লোকালয়ে এসে দলছুট মা-শাবক! দাপিয়ে বেড়াচ্ছে এলাকা, হাতিদের জঙ্গলে ফেরাতে তৎপর বন দফতর

Last Updated:

Jalpaiguri Elephant News: লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে দলছুট দুই হাতি। মা ও শাবক। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট ব্লকের উত্তর শালবাড়ি মেচপাড়া এলাকায়।

লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে দলছুট দুই হাতি
লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে দলছুট দুই হাতি
বানারহাট, জলপাইগুড়ি, রকি চৌধূরী: লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে দলছুট দুই হাতি। মা ও শাবক। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট ব্লকের উত্তর শালবাড়ি মেচপাড়া এলাকায়। গ্রামের একটি ঝোপে আশ্র‍য় নিয়েছে মা হাতি ও তার শাবক। সকালে ঘুম ভাঙতেই গ্রামবাসীরা দেখেন গ্রামে হাতি দাপিয়ে বেরাচ্ছে এলাকা। মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমে যায়।
স্থানীয়দের অনুমান, নিকটবর্তী মরাঘাট জঙ্গল থেকেই খাদ্যের সন্ধানে বুনো হাতির দলটি রাতের অন্ধকারে লোকালয়ে ঢুকে পড়েছে। কিন্তু ভোর হওয়ার আগে জঙ্গলে ফিরতে না পেরে মা হাতি ও শাবকটি ঝোপঝাড়ে আশ্রয় নেয়।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে মরাঘাটে একপাল বুনো হাতির তাণ্ডব! লন্ডভন্ড গোটা এলাকা, বিভীষিকাময় অভিজ্ঞতা, দেখুন কী অবস্থা হয়েছে
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের বনকর্মীরা। তারা দুই হাতির গতিবিধির উপর নজরদারি চালাচ্ছে। পাশাপাশি কেউ যেন হাতিদের উত্তেজিত না করে, সে বিষয়ে সতর্ক করা হচ্ছে স্থানীয়দের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্বাধীনতার আগে তৈরি খাগদা অনাথ আশ্রম! জরাজীর্ণ ভবনে হাসি মুখে ৩৮ অনাথ শিশুর জীবনযাপন, চোখে দিন বদলের আশা
বন দফতর সূত্রে জানা গিয়েছে, পুরো পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সন্ধ্যা নামলেই হাতিদের নিরাপদে জঙ্গলে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Elephant: রাতে খাবারের সন্ধানে লোকালয়ে এসে দলছুট মা-শাবক! দাপিয়ে বেড়াচ্ছে এলাকা, হাতিদের জঙ্গলে ফেরাতে তৎপর বন দফতর
Next Article
advertisement
North Dinajpur: বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, সিকিমে রাজমিস্ত্রির কাজে গিয়ে ইসলামপুরের যুবকের মর্মান্তিক পরিণতি!
বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, সিকিমে কাজে গিয়ে ইসলামপুরের যুবকের মর্মান্তিক পরিণতি!
  • সিকিমে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিক মহম্মদ রাজু (২৮)-র মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেতবাড়ি গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু সংবাদ পৌঁছাতেই গোটা এলাকায় নেমে আসে স্তব্ধতা।

VIEW MORE
advertisement
advertisement