advertisement

East Medinipur News: স্বাধীনতার আগে তৈরি খাগদা অনাথ আশ্রম! জরাজীর্ণ ভবনে হাসি মুখে ৩৮ অনাথ শিশুর জীবনযাপন, চোখে দিন বদলের আশা

Last Updated:

East Medinipur News: স্বাধীনতার আগে তৈরি হওয়া একটি অনাথ আশ্রম। জরাজীর্ণ অবস্থা ভবনের। সেখানেই বাস ৩৮ জন অনাথ শিশুর। তবুও কোনও আক্ষেপ নেই শিশু মনে। সবুজের আঙিনায় সবটাই তারা মানিয়ে নিয়েছে।

+
খাগদা

খাগদা শিশু সদন 

এগরা, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: এগরা শহর থেকে ২০ কিলোমিটার দূরে ছোট্ট একটি গ্রাম খাগদা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের এই গ্রামেই স্বাধীনতার ঠিক আগেই তৈরি হয়েছিল এক অনাথ আশ্রম। গ্রামের বিশিষ্ট সমাজসেবী রমণিমোহন মাইতির দান করা সাড়ে চার বিঘে জমির উপর তৈরি হয় আশ্রমের প্রথম ভবন। তখন চারদিকে শুধুই কাঁচা রাস্তা। বিদ্যুৎ ছিল না। খুব সীমিত সুযোগ–সুবিধার মধ্যেই শুরু হয় খাগদা‌ শিশু সদনের পথচলা। তারপর কেটে গিয়েছে দীর্ঘ কয়েক দশক। এখনও সেই মাটির দোতলা বাড়ি আর টালির ছাউনির মধ্যেই নিজেদের মতো করে হাসিখুশিতে দিন কাটাচ্ছে আশ্রমের ৩৮ জন আবাসিক।
বর্তমানেও আশ্রমের আবাসিকরা থাকে জরাজীর্ণ দোতলা মাটির বাড়িতে। দেওয়াল ফাটল ধরা। টালির ছাউনি বহু জায়গায় নষ্ট। বৃষ্টি হলে জল চুঁইয়ে পড়ে। বাঁশের চাদরেই ঠেকান ছাদের ভার। তবুও এখানেই থাকে মোট ৩৮ জন শিশু। তাদের দিনের বেশিরভাগ সময় কাটে মাটির এই জরাজীর্ণ ঘর, আঙিনা আর আশেপাশের সবুজ মাঠে।
আরও পড়ুনঃ  গানেই মেলে দৃষ্টি! চলে ৬ জনের সংসার, অন্ধ তরণীর জীবনযুদ্ধ চোখে জল আনবে আপনার
পড়াশোনা হয় পাশের খাগদা পল্লীশ্রী হাইস্কুল এবং খাগদা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে। আধুনিক কোনও পরিষেবায় নেই। বহু বছর ধরে সংস্কার না হওয়ায় পরিকাঠামো আরও ভগ্নদশায় পৌঁছেছে। তবুও আবাসিকের মধ্যে কোনও আক্ষেপ নেই। সবটাই তারা মানিয়ে নিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ IPL-এর ধাঁচে গুসকরা প্রিমিয়ার লিগ! মাঠে ছক্কা হাঁকালেই পোঁতা হবে গাছ! দুঃস্থ পড়ুয়াদের মিলবে বই খাতা, ১ মাসের জমজমাট টুর্নামেন্ট
আশ্রম চালাতে নিত্যদিন লড়াই করতে হচ্ছে কর্তৃপক্ষকে। শিশু সদনের ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট গৌরহরি পাত্র জানালেন, “ছেলেমেয়েদের খাবার জোগানোই এখন বড় চ্যালেঞ্জ। নিজেদের বাগানে আনাজ চাষ করি। পুকুরে মাছ চাষও করি। কিন্তু তাতেও সবটা সামলান যায় না।” বাইরে থেকে সাহায্য কমে গিয়েছে। সরকারি অনুদানও খুব সীমিত। অসুস্থ হলে কাছাকাছি কোনও ভাল চিকিৎসা কেন্দ্র নেই। একমাত্র ভরসা স্থানীয় হাতুড়ে ডাক্তার।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবুও আশ্রমের আবাসিকরা আশা হারায়নি। গ্রামীণ পরিবেশ তাদের মনকে স্বস্তি দেয়। নিজেরাই তৈরি করেছে বাগান। সকালে উঠেই তারা কাজে লেগে পড়ে। কেউ বাগানে জল দেয়। কেউ পরিষ্কার–পরিচ্ছন্নতা করে। আর বিকেলে মাঠে খেলাধুলো। রাতে পড়াশোনা আর গল্পের আসর। উৎসব-পার্বণেও নিজেদের মতো করে আনন্দে মেতে ওঠে তারা।
advertisement
আশ্রমের চারপাশে থাকা সবুজ গাছপালা, বড় উঠোন আর নিজেদের গড়া বাগানই তাদের আশ্রয়। বহু কষ্টের মধ্যেও এই শিশুরা হাসিখুশি। নতুন দিনের স্বপ্ন দেখছে তারা। আশ্রম কর্তৃপক্ষের আশা—একদিন সরকারি ও সামাজিক সাহায্যে বদলে যাবে এই অনাথ আশ্রমের চেহারা। আধুনিক পরিকাঠামো যুক্ত নানান সুযোগ সুবিধায় বড় হবে এই ৩৮ জন শিশু।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: স্বাধীনতার আগে তৈরি খাগদা অনাথ আশ্রম! জরাজীর্ণ ভবনে হাসি মুখে ৩৮ অনাথ শিশুর জীবনযাপন, চোখে দিন বদলের আশা
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement