Murshidabad News: গানেই মেলে দৃষ্টি! চলে ৬ জনের সংসার, অন্ধ তরণীর জীবনযুদ্ধ চোখে জল আনবে আপনার
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Murshidabad News: জন্ম থেকেই দু'চোখে অন্ধ। মুর্শিদাবাদ জেলার কান্দির বাসিন্দা দৃষ্টিহীন তরণী ঘোষ ৬ জনের সংসার চালান গান গেয়ে।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: চোখে নেই দৃষ্টি তবুও নিজেকে বিশেষভাবে সক্ষম মনে করেন না। মনের জোরে হাতে একটি লাঠি ও একটি নাল নিয়ে গ্রামে গ্রামে ঘুরে গান শুনিয়ে মানুষের মন জয় করে টাকা উপার্জন করাই হচ্ছে একমাত্র পেশা। যা তিনি করে চলেছেন বহু বছর ধরে। সংসারে ৬ জন মানুষ। পেট চলে গানের থেকে আয়ের টাকা থেকেই। বাড়িতে আছেন তিন ছেলে এক মেয়ে ও তার স্ত্রী। উপার্জন বলতে পাড়ায় পাড়ায় গিয়ে গান শুনিয়ে মানুষের মন জয় করা।
এমনিই এক ব্যক্তি মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত জেমো চকপাড়ার বাসিন্দা। নাম তার তরণী ঘোষ। দুই চোখেই দেখতে পান না জন্ম থেকেই। তবু নিজেকে বিশেষভাবে সক্ষম মনে করেন না তিনি। কলকাতা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে গান বাজনা শিখতেন। পারিবারিক আর্থিক অবস্থা ভাল ছিল না, তাই ফিরে আসতে হয়েছে তাকে।
আরও পড়ুনঃ IPL-এর ধাঁচে গুসকরা প্রিমিয়ার লিগ! মাঠে ছক্কা হাঁকালেই পোঁতা হবে গাছ! দুঃস্থ পড়ুয়াদের মিলবে বই খাতা, ১ মাসের জমজমাট টুর্নামেন্ট
চোখে দৃষ্টি না থাকায় কোনও কাজ ঠিক ভাবে করতে পারেন না। তাই সংসারের হাল ধরতে উপার্জনের রাস্তা হিসাবে বেছে নিয়েছেন গান। হাতে একটি লাঠি ও একটি নাল নিয়ে গ্রামে গ্রামে ঘুরে গান শুনিয়ে মানুষের মন জয় করেন। তার গান শুনে খুশি হয়ে মানুষজন যেটা তাকে হাতে তুলে দেন তাতেই তাদের ৬ জনের সংসার কোনরকমে চলে যায়। তাছাড়া দীর্ঘদিন ধরে তিনি এই কাজে লিপ্ত। ফলে তিনি পরিচিত মুখ হয়ে গিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সুন্দরবনকে ব্র্যান্ড ‘সুন্দরবন’ বানাতে উদ্যোগী হল রাজ্য সরকার! শীতে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ, আরও কাছ থেকে চিনুন ম্যানগ্রোভ বনকে
তরণী ঘোষ জানিয়েছেন, অনেক মানুষ তাকে ভালবাসে। তাই মনের জোড়েই একরকম গান করে দীর্ঘদিন অতিবাহিত করলেন। তার প্রতি পরের ভালবাসা থেকে নিজেকে প্রতিবন্ধী বলে মনে হয় না। মানুষ তার কাছে আসে তিনিও মানুষদের কাছে যান। তারা আনন্দ পায় এবং তাদের আনন্দতে তিনি নিজেও আনন্দ পান।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছেলে মেয়েরা তেমন কাজ করতে পারে না তাই পুরো সংসারটাই চলে তার আয় থেকে। দীর্ঘ বছর ধরে ভোটার কার্ড ছিল না তাই প্রতিবন্ধী ভাতাও পেতেন না। যদিও এক বছর আগেই নতুন করে ভোটার কার্ড হয়, ভাতাও পাচ্ছেন। সকলের কাছে আবেদন জানান যাতে তাকে একটু সাহায্য করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Dec 12, 2025 2:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: গানেই মেলে দৃষ্টি! চলে ৬ জনের সংসার, অন্ধ তরণীর জীবনযুদ্ধ চোখে জল আনবে আপনার







