Jalpaiguri News: শীতে রোদ পোহানোই কাল হল! ঝাঁপে আটকে পড়ল বুনোহাতি, শালবাড়িতে তীব্র চাঞ্চল্য
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
Jalpaiguri News: ওরা শীতের নরম রোদ পোহাচ্ছে বেশ আনন্দে৷ কিন্তু রোদ পোহাতে গিয়েই হল বিপত্তি! আটকে পড়ল এক। এদিকে ওদের দেখতে পেয়েই ভয়ে কাঁটা গোটা গ্রাম
ওরা শীতের নরম রোদ পোহাচ্ছে বেশ আনন্দে৷ কিন্তু রোদ পোহাতে গিয়েই হল বিপত্তি! আটকে পড়ল এক। এদিকে ওদের দেখতে পেয়েই ভয়ে কাঁটা গোটা গ্রাম! ভোরের নরম আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। ঠিক সেই সময়ই দুরামারির উত্তর শালবাড়িতে দেখা মিলল এক অস্বাভাবিক চাঞ্চল্যের। স্থানীয়দের চোখে পড়ে একটি বুনোহাতি- যা দিনের আলোতেই আটকে পড়ে রয়েছে তুড়িপাড়া এলাকার একটি ছোট্ট ঝাঁপের মধ্যে। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় মানুষের ঢল নামল।
advertisement
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিন্নাগুড়ি ওয়াইডলাইফ স্কোয়াড, খট্টিমারি বিটের বনকর্মীরা এবং বানারহাট থানার পুলিশবাহিনী। তবে দিনের আলোয় হাতিগুলিকে জঙ্গলে ফেরানো সম্ভব নয় বলে জানিয়েছেন বনাধিকারিকরা। ভিড়, শব্দ ও আলো ...সব মিলিয়ে হাতিরা আরও উত্তেজিত হয়ে পড়তে পারে। তাই সন্ধ্যা নামার পর বা পরিস্থিতি অনুকূল হলে উদ্ধার ও ‘ড্রাইভ ব্যাক’ অভিযান শুরু হবে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, ভোর ৬টা নাগাদ প্রথম তারা হাতিগুলোর দেখা পান। একটি ছোট হাতি ও একটি বড় হাতি এখনো এলাকায় অবস্থান করছে। কিন্তু পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও বনকর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। মানুষকে নিরাপদ দূরত্বে রাখতে বারবার মাইকিং করা হচ্ছে। কয়েকজন তরুণও এগিয়ে এসে ভিড় নিয়ন্ত্রণে সাহায্য করছেন।
advertisement









