মীনা কুমারীর ‘ভাই’, ধর্মেন্দ্রকে হারিয়ে জিতে নেন জাতীয় পুরস্কার, শোলে-তেও কেড়েছেন নজর, চিনতে পারছেন এঁকে?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
শোনা যায় যে, মীনা কুমারীই না কি কিষাণের চরিত্রে শচীনের নাম হৃষীকেশ মুখোপাধ্যায়ের কাছে সুপারিশ করেন। পরিচালকের প্রথমটায় শচীনকে ছবিতে নেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। মীনা কুমারীর পিড়াপিড়িতে তাঁকে রাজি হতেই হয়। অডিশনের জন্য শচীন আসেন স্টুডিওয়। বেশি নয়, স্রেফ একটা শট দেওয়ার পরেই ছবিতে তাঁর জায়গা পাকা হয়ে যায়। সে বছর জাতীয় পুরস্কারও জেতেন মজলি দিদি ছবিতে অভিনয় করে শচীন।
উঁহু! সত্যি সত্যি মীনা কুমারীর ভাই তিনি নন! তবে, একেকজন শিল্পী তাঁর শৈশব থেকেই এত ভাল অভিনয় করে চলেন যে অল্প বয়সে অভিনীত চরিত্রগুলো দর্শকের মনে বরাবরের জন্য জায়গা করে নেয়। ঊর্মিলা মাতন্ডকরের কথা বললেই যেমন শেখর কাপুরের মাসুম ছবির ছোট্ট মেয়েটার মুখ চোখের সামনে ভেসে ওঠে। ঠিক সেরকম ভাবেই শচীন পিলগাঁওকরের পরিচিতি ছায়াছবির জগতে তৈরি হয়ে গিয়েছে মীনা কুমারীর ভাই হিসেবে। (Instagram: bollywoodtriviapc)
advertisement
সে ১৯৬৭ সালের কথা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস মেজো দিদি নিয়ে ছবি করতে চলেছেন সেই সময়ের বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির ডাকসাইটে বাঙালি পরিচালক হৃষীকেশ মুখোপাধ্যায়। হিন্দিতে ছবির নাম ঠিক করা হয়েছে মজলি দিদি। এই ছবিতেই মীনা কুমারী এবং ধর্মেন্দ্রর মতো তারকাদের সঙ্গে রুপোলি পর্দা ভাগ করে নেন শিশুশিল্পী শচীন পিলগাঁওকর। তবে, কিযাণের চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ তিনি ছিলেন না, এ কথাও বলতেই হয়।
advertisement
শোনা যায় যে, মীনা কুমারীই না কি কিষাণের চরিত্রে শচীনের নাম হৃষীকেশ মুখোপাধ্যায়ের কাছে সুপারিশ করেন। পরিচালকের প্রথমটায় শচীনকে ছবিতে নেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। মীনা কুমারীর পিড়াপিড়িতে তাঁকে রাজি হতেই হয়। অডিশনের জন্য শচীন আসেন স্টুডিওয়। বেশি নয়, স্রেফ একটা শট দেওয়ার পরেই ছবিতে তাঁর জায়গা পাকা হয়ে যায়। সে বছর জাতীয় পুরস্কারও জেতেন মজলি দিদি ছবিতে অভিনয় করে শচীন।
advertisement
বড় হয়েও হিন্দি এবং মরাঠি ছবির পর্দায় শচীন তাঁর উজ্জ্বল উপস্থিতি বজায় রেখেছেন। সত্তে পে সত্তা, ত্রিশূল, নদিয়া কে পার, আঁখিয়োঁ কে ঝরোখে সে- একের পর এক ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। এর মধ্যে শোলে-র নাম একটু আলাদা করে নিতেই হয়। ছবির চিত্রনাট্যে যেমন, তেমন সিনেমা হলেও তাঁর অভিনীত চরিত্রের মৃত্যু নৈঃশব্দ নিয়ে আসত। চোখের জল ধরে রাখতে পারতেন না দর্শকরা।
advertisement
ছোটপর্দাতেও রীতিমতো সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন শচীন। তু তু ম্যায় ম্যায় ধারাবাহিকে তাঁর অবিস্মরণীয় কমিক অভিনয়ের কথা অনেকেরই মনে থাকবে। তিনি এবং স্ত্রী সুপ্রিয়া পিলগাঁওকর দু’জনেই এই ধারাবাহিকে অভিনয় করতেন। ডান্স রিয়্যালিটি শো নাচ বালিয়ে-তে এই পাওয়ার কাপল তাঁদের প্রতিভার আরেক দিক তুলে ধরেন, প্রমাণ করে দেন তাঁরা চাইলে ডান্স ফ্লোরেও আগুন ঝরাতে পারেন!