IMD Weather Update: উত্তরে জাঁকিয়ে শীত, শুষ্ক আবহাওয়ায় তাপমাত্রার পারদ নামল! ঠান্ডা আরও বাড়বে কবে জানুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
IMD Weather Update: আগামী ২৪ ঘণ্টা শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। হিমালয় সংলগ্ন অঞ্চল থেকে নেমে আসা শুষ্ক ও ঠান্ডা বাতাসের প্রভাবে এবার জাঁকিয়ে শীত।
advertisement
1/5

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গ জুড়ে আগামী ২৪ ঘণ্টা শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। হিমালয় সংলগ্ন অঞ্চল থেকে নেমে আসা শুষ্ক ও ঠান্ডা বাতাসের প্রভাবে দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে কোচবিহার-মালদহ পর্যন্ত সব জেলাতেই বর্ষণহীন ও স্বস্তিদায়ক আবহাওয়া দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
2/5
এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ-- প্রতিটি জেলাতেই আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা। শুষ্ক আবহাওয়া থাকায় সকাল ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
তাপমাত্রার দিক থেকেও সামান্য পতন লক্ষ করা যাচ্ছে। পাহাড়ে দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৮ ডিগ্রিতে, যা স্বাভাবিকের তুলনায় খানিকটা কম। কালিম্পংয়েও তাপমাত্রা রয়েছে ১৯ ডিগ্রির ঘরে। ফলে পাহাড়ে শীতের দাপট আরও বাড়তে চলেছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
সমতলের জেলা শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদহ, দক্ষিণ ও উত্তর দিনাজপুরেও শীতের আমেজ স্পষ্ট। শিলিগুড়ি, জলপাইগুড়ি ও মালদায় দিনের তাপমাত্রা ২৩ ডিগ্রি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ২২ ডিগ্রি, আর উত্তর দিনাজপুরও রয়েছে ২২ ডিগ্রিতে। দক্ষিণ দিনাজপুরে দিনের তাপমাত্রা ২৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন এই শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে। ফলে উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল-- সব জায়গাতেই শীতের আমেজ আরও তীব্র হওয়ার সম্ভাবনা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য