শুধু কাশ্মীর নয়, PoK ফেরত দেওয়ার বিষয়েও আলোচনা হবে, বিশ্বের মধ্যস্থতার প্রয়োজন অনুভব করছে না ভারত
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আসলে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে যে কাশ্মীর নিয়ে কোনও তৃতীয় দেশের মধ্যস্থতা এই প্রেক্ষাপটে গ্রহণযোগ্য নয়।
Report- Neeraj Kumar: রক্ত ঝরেছে নিঃসন্দেহেই অনেক! দেশ পড়েছে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে। দফায় দফায় আক্রমণ করতে পিছ-পা হয়নি পাকিস্তান। কিন্তু, ভারত সেই সব আক্রমণের প্রত্যেকটিরই সমুচিত দিয়েছে। কোণঠাসা হয়েছে প্রতিবেশী দেশ। যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে। এবার শুরু হতে চলেছে আলোচনা। আর সেই আবহেই ভারত বিশ্বের দরবারে নিজের অবস্থান খুব স্পষ্ট করে দিয়েছে দ্ব্যর্থক ভাবে।
advertisement
আসলে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে যে কাশ্মীর নিয়ে কোনও তৃতীয় দেশের মধ্যস্থতা এই প্রেক্ষাপটে গ্রহণযোগ্য নয়। বিদেশ মন্ত্রকের সূত্রের খবর, ভারত গোটা বিশ্বকে বলেছে, ‘‘কাশ্মীর সমস্যাটি কেবল এই ভিত্তিতেই আটকে আছে যে পাক অধিকৃত কাশ্মীর (POK) ফিরিয়ে দেওয়া উচিত। এই সমস্যাটি দ্বিপাক্ষিক। আমরা পাকিস্তানের সঙ্গে কেবল পাক অধিকৃত কাশ্মীর ফেরত দেওয়ার বিষয়ে কথা বলব। আমরা তৃতীয় কোনও দেশের হস্তক্ষেপ প্রত্যাখ্যান করছি।’’ (Photo: AP)
advertisement
সরকারি সূত্র উদ্ধৃত করে, বিদেশ মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে যে ভারত কাশ্মীর নিয়ে কোনও তৃতীয় দেশের মধ্যস্থতা চায় না। বিদেশ মন্ত্রকের শীর্ষ সূত্রের মতে, কাশ্মীরের বিষয়ে ভারতের নীতি খুবই স্পষ্ট। কাশ্মীর নিয়ে এখন আর কোনও বিরোধ অবশিষ্ট নেই। শুধু একটা সমস্যা বাকি আছে। পাক অধিকৃত কাশ্মীরের প্রত্যাবর্তন। ভারত কেবল এই বিষয়টি নিয়েই পাকিস্তানের সঙ্গে কথা বলবে। সম্প্রতি, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন যে তিনি কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে চান। তবে, ভারত সরকার সঙ্গে সঙ্গেই স্পষ্ট করে জানিয়েছে যে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং কোনও তৃতীয় পক্ষের এতে কোনও ভূমিকা থাকতে পারে না। (Photo: AP)
advertisement
ভারতের এই বিষয়ে অবস্থান এত কঠোর কেন, সেই প্রশ্ন উঠতে পারে। কেন না, কাশ্মীর সম্পূর্ণরূপে ভারতের অংশ। ৫ অগাস্ট ২০১৯ তারিখে ৩৭০ ধারা অপসারণের পর, জম্মু ও কাশ্মীর এখন ভারতের সংবিধান অনুসারে সম্পূর্ণরূপে সংহত। শুধু পাক অধিকৃত বাকি আছে। ভারত এখন কেবল পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে তার মানচিত্রে ফিরিয়ে আনার দিকে মনোনিবেশ করছে। (Photo: AP)
advertisement
এই বিষয়ে বিশ্বের প্রতি সরাসরি বার্তাও দিয়েছে দেশ। ভারত সরকার আমেরিকা, ইউরোপ, উপসাগরীয় দেশ এবং জাতিসংঘকে জানিয়েছে যে এই বিষয়টি সম্পূর্ণ দ্বিপাক্ষিক। কারও এতে ঝাঁপিয়ে পড়ার দরকার নেই। অপারেশন সিঁদুরের পর ভারত পাকিস্তানকে স্পষ্ট করে দিয়েছে যে সন্ত্রাসবাদের প্রতিশোধের জন্য সরাসরি এবং চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হবে। যে সব দেশ বার বার ভারতকে বোঝানোর চেষ্টা করছে, তাদেরও এখন স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ভারত 'জ্ঞান' চায় না, বরং সম্মান চায়! (Photo: AP)
