SSC: ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে না SSC নিয়োগ, সুপ্রিম কোর্টে সময় বাড়ানোর আবেদন মধ্যশিক্ষা পর্ষদের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
SSC: সুপ্রিম কোর্ট যে ৩১ ডিসেম্বরের ডেডলাইন বেঁধে দিয়েছিল, সেটা মেনে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। সুপ্রিম কোর্টে সময় বাড়ানোর আবেদন মধ্যশিক্ষা পর্ষদের
কলকাতা: সুপ্রিম কোর্ট যে ৩১ ডিসেম্বরের ডেডলাইন বেঁধে দিয়েছিল, সেটা মেনে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। সুপ্রিম কোর্টে সময় বাড়ানোর আবেদন মধ্যশিক্ষা পর্ষদের। নবম-দশম, একাদশ-দ্বাদশ সম্ভাব্য যোগ্য শিক্ষক দের চাকরির মেয়াদ বাড়াতে আবেদন শীর্ষ আদালতে। ৩১ অগাস্ট ২০২৬ অথবা নতুন নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সম্ভাব্য যোগ্যদের চাকরি মেয়াদ বাড়াতে আবেদন করল মধ্যশিক্ষা পর্ষদ। শীঘ্রই সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি।
অন্যদিকে, শুক্রবার রাতে এসএসসির নবম-দশমের পরীক্ষার ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। ওয়েবসাইটে তালিকা প্রকাশ করেছে এসএসসি। ওই তালিকায় প্রায় ৪০ হাজার প্রার্থীকে ডাকা হয়েছে ইন্টারভিউতে। জানা গিয়েছে, ডিসেম্বরের শেষ সপ্তাহে ভেরিফিকেশন হবে ওই প্রার্থীদের। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর কবে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এসএসসি ওয়েবসাইট মারফত জানা যাবে ফলাফল। দুটি ওয়েবসাইটে তালিকা দিল এসএসসি।
advertisement
উল্লেখ্য, নবম-দশমে শূন্যপদ রয়েছে মোট ২৩ হাজার ২১২, পরীক্ষার্থী ছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। ২০২৫ এর শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হয় ৭ সেপ্টেম্বর। এরপর লিখিত পরীক্ষার রেজাল্ট বার হয় ২৪ নভেম্বর।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2025 11:00 PM IST








