Special Misti For Lionel Messi: কলকাতায় পা রাখলেই মেসির জন্য মিষ্টি হাজির, ফেলু মোদকের নলেন গুড়ের সন্দেশে যা রয়েছে জানলে মেগা চমক, রইল এক্সক্লুসিভ ফটো

Last Updated:
Exclusive: লিওনেল মেসির জন্য স্পেশাল মিষ্টি বানাল ফেলু মোদক, এক্সক্লুসিভ ফটো নিউজ ১৮ বাংলার জন্য
1/6
Special Misti For Lionel Messi: লিওনেল মেসির কলকাতা সফর নিয়ে উন্মাদনা তুঙ্গে৷ ফুটবল ফ্যানরা তো আনন্দের জোয়ারে ভাসছেনই, সেই সঙ্গে বিখ্যাত মিষ্টি প্রস্তুতকারক সংস্থা ফেলু মোদক বানিয়ে ফেললেন স্পেশাল মেসি মিষ্টি৷
Special Misti For Lionel Messi: লিওনেল মেসির কলকাতা সফর নিয়ে উন্মাদনা তুঙ্গে৷ ফুটবল ফ্যানরা তো আনন্দের জোয়ারে ভাসছেনই, সেই সঙ্গে বিখ্যাত মিষ্টি প্রস্তুতকারক সংস্থা ফেলু মোদক বানিয়ে ফেললেন স্পেশাল মেসি মিষ্টি৷
advertisement
2/6
মাঝরাত পেরিয়ে যখন কলকাতায় পা রাখবেন ফুটবল রাজপুত্র তারপরে তাঁর হাতে তুলে দেওয়া হবে নলেন গুড়ের তৈরি ৩ কেজি ওজেনের অবিকল তাঁরই মতো দেখতে একটা মিনিয়চার৷
মাঝরাত পেরিয়ে যখন কলকাতায় পা রাখবেন ফুটবল রাজপুত্র তারপরে তাঁর হাতে তুলে দেওয়া হবে নলেন গুড়ের তৈরি ৩ কেজি ওজেনের অবিকল তাঁরই মতো দেখতে একটা মিনিয়চার৷
advertisement
3/6
সংস্থার পক্ষ থেকে কর্ণধার অমিতাভ দে নিউজ ১৮ বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন এর আগে পেলে-মারাদোনার কলকাতা সফরের সময়েও তাঁদের তৈরি মিষ্টি ওই লেজেন্ডদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এবার সেই তালিকায় মেসির নামও যোগ হওয়ায় তাঁরা নিজেদের সৌভাগ্যবান ও গর্বিত অনুভব করছেন৷
সংস্থার পক্ষ থেকে কর্ণধার অমিতাভ দে নিউজ ১৮ বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন এর আগে পেলে-মারাদোনার কলকাতা সফরের সময়েও তাঁদের তৈরি মিষ্টি ওই লেজেন্ডদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এবার সেই তালিকায় মেসির নামও যোগ হওয়ায় তাঁরা নিজেদের সৌভাগ্যবান ও গর্বিত অনুভব করছেন৷
advertisement
4/6
মিষ্টির উচ্চতা হচ্ছে প্রায় আড়াই ফুট৷ মিষ্টিতে নীল রঙ আনতে ব্যবহার করা হয়েছে অপরাজিতা ফুল থেকে পাওয়া ন্যাচারাল কালার৷
মিষ্টির উচ্চতা হচ্ছে প্রায় আড়াই ফুট৷ মিষ্টিতে নীল রঙ আনতে ব্যবহার করা হয়েছে অপরাজিতা ফুল থেকে পাওয়া ন্যাচারাল কালার৷
advertisement
5/6
পাশাপাশি মেসির সোনালি চুল দাড়িতেও ব্যবহার হয়নি কোনও কেমিক্যাল রঙ৷ ওই রঙ আনা হয়েছে কেশর ব্যবহার করে৷
পাশাপাশি মেসির সোনালি চুল দাড়িতেও ব্যবহার হয়নি কোনও কেমিক্যাল রঙ৷ ওই রঙ আনা হয়েছে কেশর ব্যবহার করে৷
advertisement
6/6
সব মিলিয়ে মেসির আগমন ঘিরে কলকাতায় উন্মাদনা তুঙ্গে Input- Abir Ghosal
সব মিলিয়ে মেসির আগমন ঘিরে কলকাতায় উন্মাদনা তুঙ্গে Input- Abir Ghosal
advertisement
advertisement
advertisement