২০২০ সালের ১৫ জুন গালোয়ান সীমান্ত এলাকায় চিনা আগ্রাসন রুখতে গিয়ে শহিদ হয়েছিলেন ভারতীয় সেনা জওয়ান বিপুল রায়। তাঁকে ভুলে যাননি এলাকাবাসীরা। তাঁর স্মৃতিতেই রাস্তার নামকরণ হয়েছিল এলাকায়। এই রাস্তা তৈরির কাজও শুরু হয়েছিল। মহাকাল চৌপতি থেকে গদাধর ব্রিজ পর্যন্ত শহিদ বিপুল রায় রোডের কাজ শুরু হওয়ার পর নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন শহিদ বিপুল রায়ের ভাই বকুল রায় সহ এলাকার বাসিন্দারা। নিম্নমানের কাজ করা হচ্ছে রাস্তায়, অভিযোগ এমনটাই।
advertisement
আরও পড়ুন: এক বছর আগে ট্রায়াল হলেও এখনও গড়াল না রেলের চাকা, হতাশায় স্থানীয়রা
কী কাজ হবে? জনগণ তা জানেন না। কালভার্ট বানানো হচ্ছে রড ছাড়াই। তাছাড়া রাস্তার দুই পাশে পাথরের বাঁধ দেওয়া হচ্ছে খুবই ছোট মাপের পাথর দিয়ে এবং উচ্চতা খুবই কম। গত কয়েকদিন ধরেই নিম্নমানের কাজের অভিযোগ করছিলেন এলাকার বাসিন্দারা। ঠিকাদারকে কাজের মান উন্নত করার কথা বলেছিলেন তারা। এরপর কোনও সাড়া পাননি এলাকাবাসীরা। বাধ্য হয়েই কালভার্টের কাজ, অন্যদিকে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন: এক জায়গা থেকে অন্য জায়গায় ভরসা নৌকো! রাজপরিবারে জন্ম নিলে শিখতেই হয় নৌকো চালানো!
শহিদের ভাই বকুল রায় জানান, “কাজ যেটা হচ্ছে তার বিবরণ দিয়ে একটি বোর্ড দেওয়া হয় সব স্থানেই। কিন্তু এখানে নেই। আমরা কী করে বুঝব কী কী কাজ হচ্ছে। এই রাস্তায় গ্রামবাসীদের আবেগ জড়িয়ে। রাস্তা নির্মাণ নিয়ে কোনও ভুলচুক আমরা সহ্য করব না।” যতক্ষণ পর্যন্ত ঠিকাদার এলাকার বাসিন্দাদের কাছে কাজের পূর্ণ তালিকা না দিবেন ততক্ষণ পর্যন্ত তারা কাজ করতে দেবেন না।





