East Medinipur News: এক জায়গা থেকে অন্য জায়গায় ভরসা নৌকো! রাজপরিবারে জন্ম নিলে শিখতেই হয় নৌকো চালানো!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
দামি বিলাসবহুল গাড়ি নয়, এই রাজ পরিবারের প্রত্যেকটি সদস্যদের আছে একটি করে বিশেষ যান। রাজ পরিবারে জন্ম হলে ছোট থেকেই প্রতিটি সদস্যদের শেখানো হয় নৌকো চালানোর পদ্ধতি।
সৈকত শী, ময়না: দামি বিলাসবহুল গাড়ি নয়, এই রাজ পরিবারের প্রত্যেকটি সদস্যদের রয়েছে একটি করে বিশেষ যান। রাজ পরিবারে জন্ম হলে ছোট থেকেই প্রতিটি সদস্যদের শেখানো হয় নৌকো চালানোর পদ্ধতি। আদতে, ময়নাগড় জলে ঘেরা একটি বিচ্ছিন্ন ভূমি। আজও রাজপরিবারের বর্তমান প্রজন্ম ময়নাগড়ের অভ্যন্তরে বাস করে। কিন্তু এই ময়নাগড় রাজবাড়ির পুরোটাই বিচ্ছিন্ন দ্বীপে। ফলে ময়নাগড়ে যাতায়াতের প্রধান মাধ্যম নৌকা। পূর্ব মেদিনীপুর জেলায় যে ক’টি রাজবাড়ী রয়েছে তাদের মধ্যে অন্যতম ময়নাগড় রাজবাড়ি। দুটি পরিখা দ্বারা বেষ্টিত একটি ভূখণ্ড। যেখানে রাজ পরিবারের মানুষজন আজও বাস করে। আর তাদের যাতায়াতের প্রধান মাধ্যম হল নৌকা।
আরও পড়ুন: South 24 Parganas News: সাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! আবার কী হবে? চিন্তায় মৎস্যজীবীরা
কালিয়াদহ ও মাকড়দহ এই দুটি পরিখা দ্বারা বেষ্টিত পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন জনপদ ময়নাগড়। ময়নাগড়ের ইতিহাস অনেক পুরোনো। দুটি বড় পরিখা দ্বারা বিচ্ছিন্ন এই ভূ-ভাগে রয়েছে নানান ঐতিহাসিক নিদর্শন। বর্তমানে একটা পরিখার ওপর রাস্তা তৈরি হলেও। এখনও একটি পরিখা ওপর কোনও রাস্তা হয়নি। বলা ভালো এ বিষয়ে রাজ পরিবারের সদস্যরা কোনও পদক্ষেপই গ্রহণ করেনি। আর তার কারণ হল ময়নাগড়ের ঐতিহ্যকে বহন করে নিয়ে চলা। ফলে এখনও ময়নাগড়ের ভেতর যেসব রাজ পরিবারদের সদস্যদের বাস তাদের বাড়ি থেকে বেরোলেই নৌকো হয়ে ওঠে যাতায়াতের প্রধান অবলম্বন।
advertisement
আরও পড়ুন: ১৬ চাকার লরির পিছনে ধাক্কা মারল ১২ চাকার লরি! কুলপির ১১৭ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা
ময়নাগড় রাজ পরিবারের বর্তমান সদস্যরা ময়নগড়ের ভিতরেই বসবাস করেন। তাদের যাতায়াতের জন্য ছোট ছোট ডিঙি নৌকা রয়েছে প্রত্যেক বাড়ির। প্রতিদিন দৈনন্দিন কাজে এই নৌকাগুলো তাদের যাতায়াতের প্রধান অবলম্বন হয়ে ওঠে। এ বিষয়ে রাজ পরিবারের বর্তমান সদস্য কৌশিক বাহুবলীন্দ্র জানান, অতীতের ঐতিহ্য এখনও বর্তমান ময়নাগড়ে। ময়নাগরে রাজ পরিবারের যাতায়াতের সদস্যদের জন্য প্রত্যেক বাড়ির নিজস্ব ঘাট রয়েছে আর ঘাটে বাঁধা থাকে নৌকো। ময়নাগড়ে প্রতিটি মানুষ এই ডিঙি নৌকো চালাতে জানে। প্রতিদিন নৌকোয় করে পরিখার জল পথ পেরিয়ে যাতায়াত চলছে। এই ঐতিহ্য আগামীতেও বজায় থাকবে।’
advertisement
advertisement
ধর্মমঙ্গল খ্যাত লাউসেনের কাহিনী আজও মানুষের মুখে মুখে ঘোরে। গৌড় থেকে লাউসেন তার রাজধানী ময়না স্থানান্তরিত করে। হাজার বছর ধরে আজও পূজিত হয় রঙ্কিনী দেবী। ধর্মমঙ্গল কাহিনীকে বাদ দিলেও ময়নাগড়ের বয়স কিন্তু কম নয়। কলিঙ্গ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ‘জলৌতি দণ্ডপাট’ এর অধিকারী ছিল বাহুবলিন্দ্র রাজপরিবারের পূর্ব পুরুষেরা। ‘জলৌতি দণ্ডপাট’ এর রাজধানী ছিল বালিসিতা গড়। এই বালিসীতা গড় থেকেই ১৫৬১ সালে বাহুবলীন্দ্র রাজপরিবারের পূর্বপুরুষ গোবর্ধননন্দ বাহুবলীন্দ্র প্রথম ময়নাগড়ে রাজধানী স্থাপন করেন। যা আজও মানুষের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 23, 2025 8:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: এক জায়গা থেকে অন্য জায়গায় ভরসা নৌকো! রাজপরিবারে জন্ম নিলে শিখতেই হয় নৌকো চালানো!