Rhino: নিরীহ বন্যপ্রাণীদের সঙ্গে 'কুকর্ম'! সাবধান হন এখনই, নয়তো ভুগতে হবে, জানুন কী ঘটেছে জলদাপাড়ায়
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Rhino Horn Smuggling: রাইনো রেসকিউ অপারেশন চলাকালীন খুশির খবর জলদাপাড়া জাতীয় উদ্যানে। গন্ডারের শিকার এবং দেহাংশ পাচার মামলায় সর্বোচ্চ সাজা পেল কুখ্যাত পাচারকারী রিকোচ নার্জারি। জলপাইগুড়ি মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তাকে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।
আলিপুরদুয়ার, অনন্যা দে: প্রাকৃতিক দুর্যোগে নদীর জলে ভেসে যাওয়া গন্ডারদের ফিরিয়ে আনা হচ্ছে জলদাপাড়ার জঙ্গলে। এই রাইনো রেসকিউ অপারেশন চলাকালীন খুশির খবর পেল জলদাপাড়া বন বিভাগের কর্মী ও আধিকারিকরা। গন্ডারের শিকার এবং দেহাংশ পাচার মামলায় সর্বোচ্চ সাজা পেল কিংপিন রিকোচ নার্জারি। খুশির হাওয়া জলদাপাড়া জাতীয় উদ্যানে।
গন্ডারের খর্গ পাচার মামলায় ইতিহাসের সর্বোচ্চ সাজা পেয়েছে এই কুখ্যাত পাচারকারী রিকোচ নার্জারি। জলপাইগুড়ি মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তাকে ৭ বছরের কারাদণ্ড দণ্ডিত করেছে। পাশাপাশি, এক লক্ষ টাকার জরিমানা করা হয়েছে।
আরও পড়ুনঃ এক রাতে এলাকার সাত মন্দির ও তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরি! লক্ষ লক্ষ টাকার সোনাদানা হাওয়া, অথৈ জলে নিরাপত্তা
জানা গিয়েছে সংশোধিত বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এটি এখন সর্বোচ্চ সাজা। ২০২৪ সালের মার্চ মাসে আলিপুরদুয়ার জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযানে অসমের কামরূপ থেকে গ্রেফতার করা হয় রিকোচকে। তার সহযোগী লুকাস বসু মাতারি সম্প্রতি সাজা পেয়েছে। তদন্তকারী আধিকারিক ছিলেন অয়ন চক্রবর্তী। আরও জানা যায়, রিকোচদের এই দলে কাজ করতেন মোট তিনজন। রিকোচ, লুকাস ছাড়া ছিলেন লেকেন। লেকেন শুটার ছিলেন। তাকেও গ্রেফতার করা হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু গন্ডার মারা বা তাঁর দেহাংশ পাচার নয়। এই তিনজনের দল জড়িত হাতির দাঁত পাচার মামলাতেও। জলদাপাড়া বন বিভাগের আধিকারিকদের মতে, এই সাজার মধ্যে দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন হল। কোন অপরাধ করার আগে পাচারকারীরা এই সাজা মনে রাখবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
October 29, 2025 5:12 PM IST

