Nadia News: সব কিছু তৈরি তবু গড়াচ্ছে না রেলের চাকা! হতাশা গ্রাস করছে স্থানীয়দের মনে
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত রেল চালিয়ে কোনও লাভ নেই। দরকার শিয়ালদা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল, প্রতিক্রিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারের
মৈনাক দেবনাথ, নদিয়া: এখনও গড়াল না রেলের চাকা! হতাশার মধ্যেও পুনরায় রেল চালু হওয়ার আশায় স্থানীয়রা! কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ট্রেন চালিয়ে কোনও লাভ নেই। দরকার শিয়ালদা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেন চলাচল, প্রতিক্রিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারের। একদা নস্টালজিয়া কৃষ্ণনগর- স্বরূপগঞ্জ ঘাট বা নবদ্বীপ ঘাট রেলপথ বা ছোট রেল। জানা যায় দীর্ঘদিন ধরে ন্যারোগেজে ট্রেন চলার পর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই ন্যারোগেজকে ব্রডগেজ করার ঘোষণা করেছিলেন। গত ২০১০ সালের জানুয়ারি মাসের ১৭ তারিখ শেষ বারের মতো চলছিল এই ট্রেন।
পরবর্তী সময়ে ব্রডগেজের কাজ শুরু হয় কিন্তু বিভিন্ন কারনে তা থমকেও যায়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পরে রেল দফতরের সিদ্ধান্ত অনুযায়ী কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত প্রায় নয় কিলোমিটারে রেল পথেরেল চালানোর সিদ্ধান্ত নেয়। সেই মত শুরু হয় জোরকদমে কাজ এবং গত বছর রেল দফতরের পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী কৃষ্ণনগর আমঘাটা প্রায় নয় কিলোমিটার রেল পথে গড়ায় রেলের চাকা। যা বিশেষ ট্রায়াল ট্রেন হিসেবে চালানো হয়েছিল।
advertisement
আরও পড়ুন: South 24 Parganas News: সাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! আবার কী হবে? চিন্তায় মৎস্যজীবীরা
ট্রায়াল রানের দিন রেল দফতরের আধিকারিক দীপক নিগম জানিয়েছিলেন কৃষ্ণনগর থেকে আমঘাটা লাইনের কাজ শেষ তাই বিজ্ঞপ্তি দিয়ে এদিন ট্রায়াল হিসেবে এই বিশেষ ট্রেনটি চালানো হয়, যাত্রী পরিষেবা দেওয়াও খুব শীঘ্রই শুরু হবে। কিন্তু তারও একবছর অতিক্রান্ত এখনও শুরু হল না রেল চলাচল, আদৌ কবে চালু হবে রেল পরিষেবা তা নিয়েও রয়েছে স্থানীয়দের মধ্যে ধোঁয়াশা। এলাকায় রেল চালু হলে সব দিকথেকেই উন্নতি হবে বলেও জানান স্থানীয় মানুষেরা।
advertisement
advertisement
আরও পড়ুন: ১৬ চাকার লরির পিছনে ধাক্কা মারল ১২ চাকার লরি! কুলপির ১১৭ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা
বর্তমানে স্টেশন চত্বরে সকাল বিকেল বসে ছেলেদের আড্ডা! প্লটফর্মে কেথাও কোথাও নতুন করে গজিয়ে উঠেছে ঘাসও,তবে এলাকার সব মানুষের একটাই কথা কবে চালু হবে এই রেল পরিষেবা! আদৌ চালু হবে তো?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 23, 2025 8:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: সব কিছু তৈরি তবু গড়াচ্ছে না রেলের চাকা! হতাশা গ্রাস করছে স্থানীয়দের মনে
