Thailand Train Accident: চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন ! থাইল্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২২
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Crane Collapse Derails Train In Thailand: থাইল্যান্ডে বুধবার নির্মীয়মান হাই-স্পিড রেল লাইনের একটি ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ে, যার ফলে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কমপক্ষে ২২ জন নিহত হয়।
ব্যাঙ্কক: থাইল্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা ! ব্যাঙ্কক থেকে দেশের উত্তর-পূর্বে যাচ্ছিল যাত্রীবাহী একটি ট্রেন। মাঝপথে থাইল্যান্ডের নাখোন রাচাসিমা (Nakhon Ratchasima) প্রদেশে নির্মীয়মাণ হাই-স্পিড রেল প্রকল্পের একটি বিশাল ক্রেন ভেঙে পড়ে চলন্ত ট্রেনের উপর। দুর্ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে, জখম ৩০-এরও বেশি। ট্রেনটিতে মোট ১৯৫ জন ছিলেন বলে জানা গিয়েছে ৷
ট্রেনটির একটি কামরা লাইনচ্যুত হয়। কিন্তু বিপদ বাড়ে ট্রেনে আগুন ধরে যাওয়ায়। বুধবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা থাইল্যান্ডে। চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ে একটি কনস্ট্রাকশন ক্রেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক থেকে ২৩০ কিমি দূরে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় ঘটেছে এই দুর্ঘটনা। ক্রেনের ধাক্কায় লাইন থেকে ছিটকে পড়ে যাত্রিবাহী ওই ট্রেন। তাতে আগুনও ধরে যায়। ঘটনায় কমপক্ষে মৃত ২২ এবং আহত ৩০ জন যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷
advertisement
advertisement
দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ট্রেনের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না তা দেখা হচ্ছে ভাল করে। ওই এলাকায় যাতায়াত এখনও স্বাভাবিক হয়নি, দ্রুত পরিস্থিতি ঠিক করা চেষ্টা চলছে।
advertisement
Construction crane for high-speed rail bridge collapsed onto moving passenger train in Sikhiu, Nakhon Ratchasima this morning (14 Jan) at 9:05 am. Train derailed and caught fire. 30+ passengers injured, many trapped in carriages. Multiple rescue teams deployed. pic.twitter.com/X4c0vyQIwA
— PR Thai Government (@prdthailand) January 14, 2026
advertisement

(Photo: X/@prdthailand)
থাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, হাই-স্পিড রেল প্রকল্পে ব্যবহৃত ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে হঠাৎই। ভেঙে পড়ে ট্রেনের উপর। আগুন ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদেরও পাঠানো হয়েছে হাসপাতালে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 14, 2026 11:01 AM IST









