IAS Love Story: পটনায় প্রেম, হাওড়ায় বিয়ে ! স্ত্রী স্বামীর চেয়ে বয়সে বড়, IPS আর IAS-এর প্রেমের গল্প মুগ্ধ করবে
- Reported by:BENGALI NEWS18
- local18
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
IAS Love Story: আইএএস তুষার সিংলা এবং IPS নভজ্যোত সিমি বিহারের পটনায় ডেটিং করার সময় প্রেমে পড়েন, কিন্তু তাঁরা পশ্চিমবঙ্গের হাওড়ায় বিয়ে করেন।
advertisement
advertisement
advertisement
১৪ ফেব্রুয়ারি, ২০২০, ভ্যালেন্টাইনস ডে। এই দিনটিতেই IPS নভজ্যোত এবং IAS অফিসার তুষার সিংলা (২০১৫ ব্যাচ, বেঙ্গল ক্যাডার) বিয়ে করেন। তাঁদের সম্পর্কের বন্ধন শুরু হয় পটনার একটি রেস্তোরাঁয় ডেট করার মাধ্যমে। এই দম্পতির বিশেষত্ব হল নভজ্যোত তাঁর স্বামীর চেয়ে প্রায় ২ বছর ৫ মাসের বড়। UPSC প্রস্তুতি নেওয়ার দিনগুলোতে কোচিং করার সময় তুষার এবং সিমির প্রথম দেখা হয়েছিল।
advertisement
দু’জনেই পঞ্জাবের বাসিন্দা। IIT-এর পরে UPSC ৷ IAS তুষার সিংলা IIT দিল্লি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। পরে তিনি JNU থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৩ সালে তিনি প্রথমবারের মতো UPSC পরীক্ষা দেন। প্রথম প্রচেষ্টায় তিনি কেবল UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষা প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষা দিতে সক্ষম হন। দ্বিতীয় প্রচেষ্টায় (২০১৪) তিনি AIR ৮৬ পেয়ে IAS অফিসার হন।
advertisement
নভজ্যোত সিমি কীভাবে একজন IPS অফিসার হন: নভজ্যোত সিমি পঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা। তিনি লুধিয়ানার বাবা যশবন্ত সিং ডেন্টাল কলেজ থেকে BDS ডিগ্রি অর্জন করেন। ২০১৭ সালে তিনি UPSC CSE-তে AIR ৭৩৫ পেয়ে IPS অফিসার হন। হায়দরাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণের পর তিনি বিহার ক্যাডারে ACP (পটনা) এবং অন্যান্য জেলায় পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।









