মালদহ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই বছর এখন পর্যন্ত মালদহে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে প্রায় ২৫০০ জন। বর্তমানে প্রতি সপ্তাহে জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে প্রায় ২০০ জনেরও বেশি। জেলার রতুয়া ব্লক এই বছর সবচেয়ে বেশি ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। এছাড়াও কালিয়াচক ইংরেজবাজার পুরাতন মালদহে ডেঙ্গির প্রকোপ রয়েছে বেশি। পাশাপাশি অন্যান্য ব্লকগুলিতেও এই বছর ডেঙ্গিতে আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে যথেষ্ট। গত সপ্তাহে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ২৫০ জন। এই সপ্তাহে একটু কমেছে। রতুয়া দুই নম্বর ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি। এখনও পর্যন্ত প্রায় ৫০০ জনের উপরে ডেঙ্গি আক্রান্ত হয়েছে এই ব্লকে।
advertisement
আরও পড়ুন: দিঘা-পুরি ভুলে আচমকা পর্যটকদের মন মজেছে আদিনা ফরেস্টে! কারণ জানলে আপনিও ছুটে যাবেন
তবে স্বাস্থ্য দফতরের কর্তারা জানাচ্ছেন, শীতের প্রকোপ বৃদ্ধি পেলেই ধীরে ধীরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমবে। বর্তমানে ডেঙ্গিতে আক্রান্ত হলেও সুস্থতার হার বেশি রয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারী সুদীপ্ত ভাদুরি বলেন, শীত পড়লেও জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত ডেঙ্গি স্বাভাবিক জায়গায় পৌঁছায়নি। সপ্তাহে দুইশো জনের বেশি আক্রান্ত হচ্ছে। তবে আশা করা যাচ্ছে আগামীতে ঠান্ডা বাড়লে আক্রান্তের সংখ্যা কমতে পারে।
আরও পড়ুন: ১ বছর ১০ মাসেই মুখস্থ কঠিন সাধারণ জ্ঞানের বাঘা বাঘা প্রশ্নের উত্তর! বিস্ময়শিশুর কীর্তি রেকর্ড বইয়ে
গত একদিনে পাঁচ জন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ডেঙ্গি আক্রান্ত হয়ে। অন্যান্য রোগীরা চিকিৎসার মাধ্যমে বাড়িতেই সুস্থ হয়ে উঠছেন। তবে নিয়মিত সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে ডেঙ্গি রোগ নিয়ে। জেলার প্রতিটি প্রান্তে স্বাস্থ্য দফতরের কর্মীরা ঘুরে ঘুরে বিভিন্ন শিবির করছেন ডেঙ্গি সংক্রান্ত বিষয়ে।
হরষিত সিংহ





