Sevakswari Mandir: ৭৫ বছরের ঐতিহ্যে সেবকেশ্বরী মন্দিরে আজ ভক্তদের ভিড়, দেখে নিন কালী পুজোর দিন মায়ের অপরূপ রূপ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Sevakswari Mandir: ৭৫ বছরের ঐতিহ্যে সেবকেশ্বরী মন্দিরে আজ ভক্তদের ভিড়, মাতৃ আরাধনায় ভাসছে এলাকা
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : পাহাড়ের পাদদেশে, তিস্তার গর্জনের ধারে, শিলিগুড়ি থেকে অল্প দূরে দাঁড়িয়ে রয়েছে উত্তরবঙ্গের এক প্রাচীন ভক্তিধামের প্রতীক সেবকেশ্বরী কালী মন্দির। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত এই মন্দির আজও ভক্তির আলোয় উজ্জ্বল। ৭৫ বছরেরও বেশি ঐতিহ্য বহন করা এই মন্দিরে আজ কালীপুজোর দিন ভক্তদের ঢল উপচে পড়েছে চতুর্দিকে।
advertisement
advertisement
advertisement
মন্দিরের পুরোহিত নন্দকুমার গোস্বামী বলেন, “সেবকেশ্বরীর সঙ্গে মানুষের ভরসা আর আবেগ জড়িয়ে আছে। ভক্তির তেজ একটুও কমেনি। এবারও রাতভর পুজোর সব আয়োজন প্রস্তুত।”রাত থেকে হবে মায়ের পুজো। আলো, ফুল, ধূপ আর প্রসাদের দোকানে লেগেছে ব্যস্ততা। মন্দির কমিটি জানিয়েছে, আজ রাত আটটা থেকে শুরু হবে মূল পুজো, চলবে সারারাত। মঙ্গলবার ভোরবেলায় মায়ের প্রসাদ পেয়ে ঘরে ফিরবেন হাজার হাজার ভক্ত।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement