TRENDING:

Sevakswari Mandir: ৭৫ বছরের ঐতিহ্যে সেবকেশ্বরী মন্দিরে আজ ভক্তদের ভিড়, দেখে নিন কালী পুজোর দিন মায়ের অপরূপ রূপ

Last Updated:
Sevakswari Mandir: ৭৫ বছরের ঐতিহ্যে সেবকেশ্বরী মন্দিরে আজ ভক্তদের ভিড়, মাতৃ আরাধনায় ভাসছে এলাকা
advertisement
1/5
সেবকেশ্বরী মন্দিরে আজ ভক্তদের ভিড়, দেখে নিন কালী পুজোর দিন মায়ের অপরূপ রূপ
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : পাহাড়ের পাদদেশে, তিস্তার গর্জনের ধারে, শিলিগুড়ি থেকে অল্প দূরে দাঁড়িয়ে রয়েছে উত্তরবঙ্গের এক প্রাচীন ভক্তিধামের প্রতীক সেবকেশ্বরী কালী মন্দির। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত এই মন্দির আজও ভক্তির আলোয় উজ্জ্বল। ৭৫ বছরেরও বেশি ঐতিহ্য বহন করা এই মন্দিরে আজ কালীপুজোর দিন ভক্তদের ঢল উপচে পড়েছে চতুর্দিকে।
advertisement
2/5
সোমবার ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে মাতৃআরাধনা। ঢাকের তালে তালে মায়ের নামগান, ধূপধুনোর ঘ্রাণে মুখরিত পুরো এলাকা। দূরদূরান্ত থেকে আসা ভক্তরা মন্ত্রোচ্চারণ, প্রদীপ অর্পণ ও প্রসাদ বিতরণের মাধ্যমে অংশ নিচ্ছেন পুজোর আচার-অনুষ্ঠানে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
তবে সময়ের সঙ্গে বদলেছে কিছু প্রথা। একসময় বলি ছিল এই পুজোর অন্যতম আচার, কিন্তু ২০২৩ সাল থেকে মন্দির কর্তৃপক্ষ সেই প্রথা বন্ধ করেছে। এখন মায়ের চরণে অর্পিত হয় চালকুমড়ো, ফল ও শাকসবজি—ভক্তির রূপ পাল্টেছে, কিন্তু বিশ্বাসের গভীরতা আজও অপরিবর্তিত।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
মন্দিরের পুরোহিত নন্দকুমার গোস্বামী বলেন, “সেবকেশ্বরীর সঙ্গে মানুষের ভরসা আর আবেগ জড়িয়ে আছে। ভক্তির তেজ একটুও কমেনি। এবারও রাতভর পুজোর সব আয়োজন প্রস্তুত।”রাত থেকে হবে মায়ের পুজো। আলো, ফুল, ধূপ আর প্রসাদের দোকানে লেগেছে ব্যস্ততা। মন্দির কমিটি জানিয়েছে, আজ রাত আটটা থেকে শুরু হবে মূল পুজো, চলবে সারারাত। মঙ্গলবার ভোরবেলায় মায়ের প্রসাদ পেয়ে ঘরে ফিরবেন হাজার হাজার ভক্ত।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
৭৫ বছরের ঐতিহ্য, বলি বন্ধের পরও অবিচল ভক্তির ঢল। সেবকেশ্বরীর মায়ের দরজায় আজও প্রতিধ্বনিত হচ্ছে একটাই সুর, “জয় মা কালী।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Sevakswari Mandir: ৭৫ বছরের ঐতিহ্যে সেবকেশ্বরী মন্দিরে আজ ভক্তদের ভিড়, দেখে নিন কালী পুজোর দিন মায়ের অপরূপ রূপ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল