Road Accident: কালীপুজোর রাতে ভয়াবহ দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা লরিতে মোটসাইকেলের ধাক্কা, মৃত ২
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Road Accident: দাঁড়িয়ে থাকা লরিতে মোটরসাইকেলের ধাক্কা। ঘটনাস্থলেই মৃত্যু হল চালক ও আরোহীর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নকশালবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ দীপাবলির রাতে একদিকে যখন উৎসবে মেতে উঠেছে রাজ্যবাসী, সেই সময় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা লরিতে মোটরসাইকেলের ধাক্কা, মৃত্যু হল চালক ও আরোহীর। নকশালবাড়ির কিরণচন্দ্র এলিফ্যান্ট করিডোরে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।
জানা যাচ্ছে, গতকাল রাতে খড়িবাড়ি থেকে বাগডোগরার উদ্দেশে যাচ্ছিল এক মোটরসাইকেল। সেই সময় ঘটে বিপত্তি। ওই বাইকটি এশিয়ান হাইওয়ে সড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা দেয়। এর জেরে ঘটনাস্থলেই চালক ও আরোহীর মৃত্যু হয়।
আরও পড়ুনঃ ৪০ ফুট, ৮৫ ফুটের কালীমূর্তি তো অনেক হল! দেখুন উল্টোটাও! ১২ ইঞ্চির কালী মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে কিশোর
মৃতদের নাম সুকমল সিংহ ও পিন্টু সরকার। এর মধ্যে মৃত সুকমল খড়িবাড়ির বাসিন্দা এবং পিন্টু বাগডোগরার বাসিন্দা। গতকাল রাতে এহেন দুর্ঘটনা দেখে এগিয়ে আসেন বনকর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় নকশালবাড়ি থানার পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
advertisement
advertisement
জানা যাচ্ছে, আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। সেই তদন্তে কী উঠে আসে এখন সেটাই দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
October 21, 2025 8:37 AM IST