Kali Puja 2025 : ৪০ ফুট, ৮৫ ফুটের কালীমূর্তি তো অনেক হল! দেখুন উল্টোটাও! ১২ ইঞ্চির কালী মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে কিশোর
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Kali Puja 2025 : প্রথাগত শিক্ষা তেমনভাবে না থাকলেও ছোট থেকেই প্রতিমা তৈরি করে পতিরামের অনুরাগ সরকার। বর্তমানে অনুরাগ ছোট কালীর মূর্তি তৈরি করে রীতিমত তাক লাগাচ্ছে।
advertisement
1/6

ছোট কালী মূর্তি বানিয়ে তাগ লাগাচ্ছে পতিরামের অনুরাগ সরকার। তবে আমরা সচরাচর যেই মায়ের মূর্তি দেখতে পাই, সে মূর্তি থেকে এটা একটু অন্য ধরনের। <strong>(ছবি ও তথ্য - সুস্মিতা গোস্বামী)</strong>
advertisement
2/6
কিশোর মৃৎশিল্পী অনুরাগ সরকার এইখানে নিজের ইচ্ছে মতন ১২ ইঞ্চির 'নটরাজের আদলে কালী' রূপটি তুলে ধরেছেন। অভিনব এই রূপটি উপভোগ করতে ইতিমধ্যে এলাকার বহু মানুষ ভিড় জমাচ্ছেন।
advertisement
3/6
শিল্পী অনুরাগ সরকারের কথায়, "শুধুমাত্র কালী মূর্তি নয়, মাঙ্গলিক যে কোন অনুষ্ঠানে বিভিন্ন দেবতার ছোট মূর্তি তৈরি করাটাই তাঁর নেশা। আমরা তো সাধারণত বড় মূর্তি দেখেই থাকি। কিন্তু ছোট মূর্তির আকর্ষণ একটু অন্য ধরনের থাকে।"
advertisement
4/6
পড়াশোনার অবসরে ছোটবেলা থেকেই প্রতিমা তৈরিতে আগ্রহ ছিল অনুরাগ সরকারের। বালুরঘাট শহর লাগোয়া পতিরাম এলাকার বাড়িতে বসেই নিভৃতে কালী প্রতিমা তৈরি করে আসছে শৈশবের পঠনরত অবস্থা থেকেই।
advertisement
5/6
পাশাপাশি, অনেক মানুষ আছে যাদের বড় মূর্তি তৈরি করে পুজো করার সামর্থ্য থাকে না। কিন্তু ইচ্ছে থাকে পুজো করার। এসমস্ত মানুষদের কথা চিন্তাভাবনা করেই এ ধরনের ছোট মূর্তি তৈরি করার একটা চিন্তাভাবনা শুরু করা হয়। ঠিক যেমন ভাবনা, তেমন তার কাজ।
advertisement
6/6
কিশোর অনুরাগ সরকারের বাড়িতে গেলেই দেখা মিলবে নিজের হাতে তৈরি বিভিন্ন ধরনের ঘর সাজানো জিনিস। যার মাধূর্য অতিসহজেই সকলকে আকৃষ্ট করবে। এমনকি ভবিষ্যতে তাঁর হাতে তৈরি শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছানোর লক্ষ্য রয়েছে শিল্পী অনুরাগের। <strong>(ছবি ও তথ্য - সুস্মিতা গোস্বামী)</strong>