দীপাবলি 'ওদের'ও! শিলিগুড়িতে পালিত হল কুকুর তিহার! জানেন কী এটা?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ভারত তথা বাংলা যখন দীপাবলির উৎসব জোরকদমে চলছে, তখন পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ধরা পড়ল অনন্য এক ছবি। প্রতিবেশি দেশ নেপালের মতন সেখানকার পশুপ্রেমীরাও পালন করলেন কুকুর তিহার উৎসব। আদতে, কুকুর তিহার এই উৎসবটি দীপাবলিরই অংশ, তবে এর বিশেষ তাৎপর্য হল মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু — কুকুরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা।
ভারত তথা বাংলা যখন দীপাবলির উৎসব জোরকদমে চলছে, তখন পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ধরা পড়ল অনন্য এক ছবি। প্রতিবেশি দেশ নেপালের মতন সেখানকার পশুপ্রেমীরাও পালন করলেন কুকুর তিহার উৎসব। আদতে, কুকুর তিহার এই উৎসবটি দীপাবলিরই অংশ, তবে এর বিশেষ তাৎপর্য হল মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু — কুকুরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা।
এই দিনে কুকুরদের যমদেবের দূত হিসেবে মানা হয় এবং ফুলের মালা, সিঁদুর, রুটি ও নানা রকম খাবার দিয়ে তাদের পূজা করা হয়। উৎসবটি নেপালের মানুষের জীবনে কুকুরের গুরুত্ব ও ভালোবাসার প্রতীক। শুধু নেপালই নয়, পশ্চিমবঙ্গের কিছু এলাকাতেও এই উৎসব পালন করা হয়।
advertisement
advertisement
শিলিগুড়ির এই ভিডিও সামনে আসতেই তা নেটিজেনদের মনে ধরেছে। ভাইরাল হয়েছে এই ভিডিও। দেখা যাচ্ছে, এক মহিলা কুকুরদের মালা, সিঁদুর পরিয়ে বরণ করে নিচ্ছেন। এরপরে তিনি তাদের নানা জিনিস খেতেও দেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 20, 2025 6:08 PM IST