দীপাবলি 'ওদের'ও! শিলিগুড়িতে পালিত হল কুকুর তিহার! জানেন কী এটা?

Last Updated:

ভারত তথা বাংলা যখন দীপাবলির উৎসব জোরকদমে চলছে, তখন পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ধরা পড়ল অনন্য এক ছবি। প্রতিবেশি দেশ নেপালের মতন সেখানকার পশুপ্রেমীরাও পালন করলেন কুকুর তিহার  উৎসব।  আদতে, কুকুর তিহার এই উৎসবটি দীপাবলিরই অংশ, তবে এর বিশেষ তাৎপর্য হল মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু — কুকুরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা।

ভাইরাল এই দৃশ্য
ভাইরাল এই দৃশ্য
ভারত তথা বাংলা যখন দীপাবলির উৎসব জোরকদমে চলছে, তখন পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ধরা পড়ল অনন্য এক ছবি। প্রতিবেশি দেশ নেপালের মতন সেখানকার পশুপ্রেমীরাও পালন করলেন কুকুর তিহার  উৎসব।  আদতে, কুকুর তিহার এই উৎসবটি দীপাবলিরই অংশ, তবে এর বিশেষ তাৎপর্য হল মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু — কুকুরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা।
এই দিনে কুকুরদের যমদেবের দূত হিসেবে মানা হয় এবং ফুলের মালা, সিঁদুর, রুটি ও নানা রকম খাবার দিয়ে তাদের পূজা করা হয়। উৎসবটি নেপালের মানুষের জীবনে কুকুরের গুরুত্ব ও ভালোবাসার প্রতীক। শুধু নেপালই নয়, পশ্চিমবঙ্গের কিছু এলাকাতেও এই উৎসব পালন করা হয়।

View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
advertisement
শিলিগুড়ির এই ভিডিও সামনে আসতেই তা নেটিজেনদের মনে ধরেছে। ভাইরাল হয়েছে এই ভিডিও। দেখা যাচ্ছে, এক মহিলা কুকুরদের মালা, সিঁদুর পরিয়ে বরণ করে নিচ্ছেন। এরপরে তিনি তাদের নানা জিনিস খেতেও দেন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দীপাবলি 'ওদের'ও! শিলিগুড়িতে পালিত হল কুকুর তিহার! জানেন কী এটা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement