Malda Child Prodigy: ১ বছর ১০ মাসেই মুখস্থ কঠিন সাধারণ জ্ঞানের বাঘা বাঘা প্রশ্নের উত্তর! বিস্ময়শিশুর কীর্তি রেকর্ড বইয়ে

Last Updated:

Malda Child Prodigy:এটুকু বয়সের বিভিন্ন দেশের রাজধানীর নাম মুখস্থ, পশুপাখির আওয়াজ শুনে বলে দিতে পারে, এই সমস্ত প্রতিবার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম উঠলো সয়েন্দ্রীর

+
বাবা

বাবা মায়ের সঙ্গে সয়েন্দ্রী

হরষিত সিংহ, মালদহ: বয়স মাত্র এক বছর দশ মাস। এই বয়সে অনেকেই ঠিকমত কথা বলতে শেখে না। কিন্তু একরত্তি সয়েন্দ্রীর প্রতিভা মুগ্ধ করেছে সকলকে। এইটুকু বয়সে তার মুখস্থ ও স্মৃতিশক্তি অবাক করেছে সকলকে। তার সুবাদে রেকর্ড গড়ল মালদহের খুদে সয়েন্দ্রী চট্টরাজ।মাত্র এক বছর দশ মাস বয়সেই অনেক কিছু তার মুখস্থ৷ অনর্গল বলে যেতে পারে বিভিন্ন দেশের রাজধানীর নাম, বিভিন্ন পশুপাখির নাম এবং আওয়াজ করা, বিশ্ববিখ্যাত ব্যক্তিদের নাম তার জানা। ছবি দেখে বলে দিতে পারে তাঁদের নাম।এমন প্রতিভার জন্য এই বছর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে৷ মেয়ের এমন রেকর্ডে খুশি বাবা-মা। মা পায়েল ভাদুড়ী বলেন, মেয়েরা এমন সাফল্যে আমরা খুশি। মেয়ে যেন তার এই সাফল্য ধরে রাখতে পারে এই প্রচেষ্টা আমরা করছি।
পুরাতন মালদহের সাহাপুর বাগানপাড়ার বাসিন্দা সন্দীপন চট্টরাজ। পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক। স্ত্রী পায়েল ভাদুড়ী স্বাস্থ্যকর্মী। তাঁদের একমাত্র মেয়ে সয়েন্দ্রী।সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে ট্যালেন্ট সার্চ হয়েছিল৷ গত ২৫ শে অক্টোবর অনলাইনে সেই প্রতিযোগিতায় অংশ নেয় সয়েন্দ্রী ৷ প্রতিযোগিতায় তাকে সাত ধরনের প্রশ্ন করা হয়৷ তার মধ্যে ছিল বিভিন্ন বিভিন্ন দেশের রাজধানীর নাম, বিভিন্ন পশু পাখির নাম এবং তার আওয়াজ করা, ছবি দেখে বিখ্যাত ব্যক্তিদের নাম বলা এছাড়া বিশ্বের তিনটি বিখ্যাত কম্পানির মালিকের নাম-সহ ইত্যাদি৷ প্রায় প্রতিটিরই সঠিক উত্তর দেয় সয়েন্দ্রী ৷ এই প্রতিযোগিতায় সাফল্যের সঙ্গে রেকর্ড করে ছোট্ট মেয়েটি।তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ওঠে। বাবা সন্দীপন চট্টরাজ বলেন, এক পরিচিত দাদার কাছ থেকে এই সংস্থার সম্বন্ধে জানতে পারি। অনলাইনে মেয়ের নাম রেজিস্ট্রেশন করি। তারপরেই এই সাফল্য। মেয়েরা এমন সাফল্যে খুব খুশি আমরা।
advertisement
আরও পড়ুন : অভিশপ্ত রাতে খাবার কিনতে গিয়ে জঙ্গি-বুলেটে ঝাঁঝরা ছেলে, ২৬-১১-র স্মৃতি কুরে কুরে খায় পরিবারকে
ইতিমধ্যে পুরস্কার সার্টিফিকেট সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়েছে। অন লাইনে এই প্রতিযোগিতা হয়। সমস্ত কিছুর পর সংস্থার পক্ষ থেকে রেকর্ডের সম্মান পুরস্কার প্রদান করা হয়েছে। এইটুকু মেয়ের এমন সাফল্যে গর্বিত বাবা-মা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda Child Prodigy: ১ বছর ১০ মাসেই মুখস্থ কঠিন সাধারণ জ্ঞানের বাঘা বাঘা প্রশ্নের উত্তর! বিস্ময়শিশুর কীর্তি রেকর্ড বইয়ে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement