26/11 Mumbai Attack Memory: অভিশপ্ত রাতে খাবার কিনতে গিয়ে জঙ্গি-বুলেটে ঝাঁঝরা ছেলে, ২৬-১১-র স্মৃতি কুরে কুরে খায় পরিবারকে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Koushik Adhikary
Last Updated:
26/11 Mumbai Attack Memory: মুম্বই হামলার ২১ দিন আগে মুম্বই গিয়েছিলেন পরিবারের মুখে হাসি ফোটাতে, বোনের বিয়ে ও পরিবারের সচ্ছলতা আনতে। কিন্তু ২৬/১১ রাত ন'টা নাগাদ মুম্বইতে ভিটি স্টেশনে খাবার খেতে গিয়েছিলেন। তখনই জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান আসফার সেখ।
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: এ বছর ২৬/১১ মুম্বই হামলার ১৬ বছর পূর্ণ হল। ভয়াবহ সেই সন্ত্রাসবাদী হামলায় জীবন দেওয়া নায়কদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে দেশ। সে সময় পরিযায়ী শ্রমিকের কাজে মুম্বই গিয়েছিলেন মুর্শিদাবাদের বড়ঞার বধূয়া গ্রামের বাসিন্দা আসফার সেখ। তাঁর বাবা আল্লারাখা সেখের চার ছেলে। তাঁদের মধ্যে মেজো ছেলে আসফার। মুম্বই হামলার ২১ দিন আগে মুম্বই গিয়েছিলেন পরিবারের মুখে হাসি ফোটাতে, বোনের বিয়ে ও পরিবারের সচ্ছলতা আনতে। কিন্তু ২৬/১১ রাত ন’টা নাগাদ মুম্বইতে ভিটি স্টেশনে খাবার খেতে গিয়েছিলেন। তখনই জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান আসফার সেখ।
সেই খবর আসতেই গ্রামে শোকে ভেঙে পড়ে তাঁর পরিবার। ইতিমধ্যেই আজমল কাসভের এই ঘটনায় ফাঁসি হয়েছে। তবে এই হত্যালীলার মূল চক্রান্তকারীদেরও শাস্তি চাইছে পরিবার। ২০২৩ সালের নভেম্বরে রেলের তরফে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হলেও সেই টাকা হাতে পাননি বলেই অভিযোগ করেছেন মৃতের বাবা আল্লারাখা সেখ। বর্তমানে আল্লারাখা সেখ বাড়ির বাগান ও জমি পরিচর্যা করেন। মা আনারকলি বিবি এখনও ১৬ বছর আগের স্মৃতি আঁকড়ে বসে আছেন।
advertisement
আরও পড়ুন : Sand মানে বালি, Witch মানে ডাইনি! তাহলে পাউরুটির খাবারের নাম Sandwich কেন? গল্প জানলে কপালে উঠবে চোখ!
দেখতে দেখতে ১৬ বছর অতিক্রান্ত। তবে তাঁর মৃত্যুর পর কেন্দ্রীয় সরকারে তরফে ৫ লক্ষ টাকা, মহারাষ্ট্র সরকার থেকে ৫লক্ষ টাকা ও বালাজি গ্রুপ থেকে ১০লক্ষ টাকা পেয়েছিলেন তৎকালীন সময়ে। তবে এখনও অশ্রু ভেজা কান্নার চোখে এখনও স্মৃতি নিয়ে বেঁচে আছে পরিবার। তবে আর আসফার সেখ ফিরবেন না বাড়িতে, তাও জানেন পরিজনরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2024 7:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
26/11 Mumbai Attack Memory: অভিশপ্ত রাতে খাবার কিনতে গিয়ে জঙ্গি-বুলেটে ঝাঁঝরা ছেলে, ২৬-১১-র স্মৃতি কুরে কুরে খায় পরিবারকে