General Knowledge: Sand মানে বালি, Witch মানে ডাইনি! তাহলে পাউরুটির খাবারের নাম Sandwich কেন? গল্প জানলে কপালে উঠবে চোখ!

Last Updated:
General Knowledge:স্বাদে এবং গুণে স্যান্ডউইচের মতো খাবার বিরল। তৈরি করা সহজ। পেটও ভরে পুষ্টিকর উপাদানে। আধুনিক প্রজন্মের প্রিয় খাবারের মধ্যে অন্যতম স্যান্ডউইচ।পিকনিক হোক বা কাজের মাঝে টিফিন-স্যান্ডউইচ অতুলনীয়। কিন্তু পাউরুটির খাবারের নাম এরকম হল কেন?
1/7
দু’ টুকরো পাউরুটির মাঝে ডিম, মাংস, সামুদ্রিক মাছ বা সবজি-সঙ্গে মাখন, মেয়োনিজ, নুন, গোলমরিচের ছিটে। চটজলদি তৈরি হয় স্যান্ডউইচ।
দু’ টুকরো পাউরুটির মাঝে ডিম, মাংস, সামুদ্রিক মাছ বা সবজি-সঙ্গে মাখন, মেয়োনিজ, নুন, গোলমরিচের ছিটে। চটজলদি তৈরি হয় স্যান্ডউইচ।
advertisement
2/7
স্বাদে এবং গুণে স্যান্ডউইচের মতো খাবার বিরল। তৈরি করা সহজ। পেটও ভরে পুষ্টিকর উপাদানে। আধুনিক প্রজন্মের প্রিয় খাবারের মধ্যে অন্যতম স্যান্ডউইচ।
স্বাদে এবং গুণে স্যান্ডউইচের মতো খাবার বিরল। তৈরি করা সহজ। পেটও ভরে পুষ্টিকর উপাদানে। আধুনিক প্রজন্মের প্রিয় খাবারের মধ্যে অন্যতম স্যান্ডউইচ।
advertisement
3/7
পিকনিক হোক বা কাজের মাঝে টিফিন-স্যান্ডউইচ অতুলনীয়। কিন্তু পাউরুটির খাবারের নাম এরকম হল কেন?
পিকনিক হোক বা কাজের মাঝে টিফিন-স্যান্ডউইচ অতুলনীয়। কিন্তু পাউরুটির খাবারের নাম এরকম হল কেন?
advertisement
4/7
Sand মানে বালি এবং Witch হল ডাইনি। তাহলে এরসঙ্গে পাউরুটির খাবারের সম্পর্ক কোথায়?
Sand মানে বালি এবং Witch হল ডাইনি। তাহলে এরসঙ্গে পাউরুটির খাবারের সম্পর্ক কোথায়?
advertisement
5/7
সারাদিন জুয়াখেলায় ব্যস্ত থাকতেন জমিদার মন্টেগু। যাতে জুয়ার আসর থেকে উঠতে না হয় তার জন্য চটজলদি খাওয়ার ব্যবস্থা করেছিলেন। যাতে বসে খেলতে খেলতেই খেয়ে নেওয়া যায়।
সারাদিন জুয়াখেলায় ব্যস্ত থাকতেন জমিদার মন্টেগু। যাতে জুয়ার আসর থেকে উঠতে না হয় তার জন্য চটজলদি খাওয়ার ব্যবস্থা করেছিলেন। যাতে বসে খেলতে খেলতেই খেয়ে নেওয়া যায়।
advertisement
6/7
তাঁর নির্দেশেই জমিদারবাড়ির রন্ধনশিল্পী দুটো পাউরুটির মধ্যে মাংস রেখে বানিয়ে দেন নতুন খাবার। বানানো এবং খাওয়ার বন্দোবস্তের জন্য দ্রুত জনপ্রিয় হয় খাবারটি।
তাঁর নির্দেশেই জমিদারবাড়ির রন্ধনশিল্পী দুটো পাউরুটির মধ্যে মাংস রেখে বানিয়ে দেন নতুন খাবার। বানানো এবং খাওয়ার বন্দোবস্তের জন্য দ্রুত জনপ্রিয় হয় খাবারটি।
advertisement
7/7
4th Earl of Sandwich-এর নাম থেকেই তাঁর আবিষ্কৃত খাবারের নামকরণ হয় ‘Sandwich’। এতদিন তো খেয়েছেন প্রচুর। জানতে কি নামকরণের পিছনে এই পর্ব!
4th Earl of Sandwich-এর নাম থেকেই তাঁর আবিষ্কৃত খাবারের নামকরণ হয় ‘Sandwich’। এতদিন তো খেয়েছেন প্রচুর। জানতে কি নামকরণের পিছনে এই পর্ব!
advertisement
advertisement
advertisement