ভক্তি, ঐতিহ্য আর উৎসবের এক সুন্দর মেলবন্ধনে মুখরিত হয়েছে গোটা এলাকা। এবছরের বিপুল ভিড় আগের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন মন্দির কর্তৃপক্ষ। আলোয় সেজেছে মন্দির, জমজমাট মেলা, রয়েছে কড়া নিরাপত্তা। মহা শিবরাত্রি উপলক্ষে ১০ দিনব্যাপী মেলা বসেছে জল্পেশ মন্দির চত্বরে। চারপাশের বাহারি আলো, নানা দোকান, প্রসাদ বিতরণ কেন্দ্র আর সাংস্কৃতিক অনুষ্ঠান ভক্তদের আরও আকর্ষণ করছে।
advertisement
আরও পড়ুন: শিবলিঙ্গে এই নিয়মে আকন্দ ফুল দিন! বদলে যাবে ভাগ্য! সুখ-টাকা-সমৃদ্ধিতে ভরবে জীবন
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জনসমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সিভিল ডিফেন্স, স্বেচ্ছাসেবক বাহিনী ও সিসিটিভির মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে, যাতে ভক্তরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। শুধু শিবরাত্রি নয়, বছরের বিভিন্ন সময়েই ভক্তদের সমাগমে মুখর থাকে এই মন্দির।
সুরজিৎ দে





