মালদহের ভুতনি দ্বীপে শুরু হল বিনামূল্যে স্থায়ী পাঠশালা। বামফ্রন্টের ডি.ওয়াই.এফ.আই সংগঠনের উদ্যোগে চালু করা হল সুবোধ চৌধুরী নামক পাঠশালা। যেখানে পড়ানো হবে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শতাধিক পড়ুয়াদের।
advertisement
এদিন মালদহের ভুতনির কার্তিকটোলা গ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যের এই পাঠশালার। ডি.ওয়াই.এফ.আই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা জানান, “ভুতনির বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও ৭০০ পরিবার এখনও খোলা আকাশের নিচে বাঁধের উপর বসবাস করছেন। নেই কোনও স্বাস্থ্য ব্যবস্থা, নেই কোনরকম শিক্ষাদানের পরিকল্পনা। তাই সেই দুর্গত বাসিন্দাদের জন্য স্থায়ী স্বাস্থ্য এবং স্থায়ী পাঠশালার ব্যবস্থা করা হল। যেখানে স্থায়ী শিক্ষকরা নিয়মিত পড়াশোনা করাবেন পড়ুয়াদের।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আপাতত চারজন শিক্ষককে স্থায়ীভাবে এই পাঠশালায় নিয়োগ করা হয়েছে। পাশাপাশি তৈরি করা হয়েছে স্থায়ী একটি স্বাস্থ্য কেন্দ্র যেখানে পরিষেবা মিলবে রোগীদের। সূচনার দিনেই প্রায় ২০০ জন পড়ুয়া অংশ নেয় এই পাঠশালায়। আগামীতে আরও শতাধিক পড়ুয়া এই পাঠশালায় আসবে বলে দাবি ডি.ওয়াই.এফ.আই নেতৃত্বের।





