North Bengal : ধসে পড়েছে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ সেতু, ভুটান এবং উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ

Last Updated:
North Bengal : বীরপাড়া এলাকায় এশিয়ান হাইওয়ে স্থিত গ্যারগেণ্ডা সেতুতে ফাটল। যোগাযোগ ব্যবস্থা বন্ধ ভুটান এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে।সেতুর একটা অংশ ধ্বসে গিয়েছে। বর্তমানে সেতুর উপর দিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
1/5
বীরপাড়া, অনন্যা দে: বীরপাড়া এলাকায় এশিয়ান হাইওয়ে স্থিত গ্যারগেণ্ডা সেতুতে ফাটল। যোগাযোগ ব্যবস্থা বন্ধ ভুটান এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে।সেতুর একটা অংশ ধ্বসে গিয়েছে। বর্তমানে সেতুর উপর দিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বীরপাড়া, অনন্যা দে: বীরপাড়া এলাকায় এশিয়ান হাইওয়েতে গ্যারগেণ্ডা সেতুতে ফাটল। যোগাযোগ ব্যবস্থা বন্ধ ভুটান এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে। সেতুর একটা অংশ ধসে গিয়েছে। বর্তমানে সেতুর উপর দিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
advertisement
2/5
বীরপাড়া এলাকায় দেখা যাচ্ছে সেতুর দুপাশে ট্রাকের লম্বা লাইন। সমস্যায় ট্রাক চালকরা। যাত্রীবাহী বাসগুলি ঘুরপথে অন্য রুট দিয়ে চলাচল শুরু করিয়েছে পুলিশ। ভোগান্তির শিকার সকলে।
বীরপাড়া এলাকায় দেখা যাচ্ছে সেতুর দুপাশে ট্রাকের লম্বা লাইন। সমস্যায় ট্রাক চালকরা। যাত্রীবাহী বাসগুলি ঘুরপথে অন্য রুট দিয়ে চলাচল শুরু করিয়েছে পুলিশ। ভোগান্তির শিকার সকলে।
advertisement
3/5
উল্লেখ্য চলতি বছরের গত মে মাসে হরপা বানের কারণে গ্যারগেণ্ডা সেতুর একটা অংশ ধ্বসে গিয়েছিল পরবর্তীতে সেতুর একপাশ দিয়ে যাতায়াত চলছিল। বর্তমানে সেতুর একটা অংশে ফাটল ও ধ্বসে যাওয়ায় সমস্যা বৃদ্ধি পেয়েছে।পুলিশের পক্ষ থেকে ঘুরপথ হিসেবে দেখানো হয়েছে ফালাকাটার রাস্তা।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে হরপা বানের কারণে গ্যারগেণ্ডা সেতুর একটা অংশ ধসে গিয়েছিল। পরবর্তীতে সেতুর একপাশ দিয়ে যাতায়াত চলছিল। বর্তমানে সেতুর একটা অংশে ফাটল ও ধসে যাওয়ায় সমস্যা বৃদ্ধি পেয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘুরপথ হিসেবে দেখানো হয়েছে ফালাকাটার রাস্তা।
advertisement
4/5
এদিন সকালে হটাৎ করেই ধ্বসে যায় সেতুর এক অংশ। সেতুর পরিস্থিতি দেখে এলাকাবাসীরা বলছে পুরো সেতু ভেঙে পড়তে পারে। সেতুর এক পাশ দিয়ে বাইক, ছোট গাড়ি চলছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এদিন সকালে হঠাৎ করেই ধসে যায় সেতুর এক অংশ। সেতুর পরিস্থিতি দেখে এলাকাবাসীরা বলছেন পুরো সেতু ভেঙে পড়তে পারে। সেতুর এক পাশ দিয়ে বাইক, ছোট গাড়ি চলছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
advertisement
5/5
সেতু এখনও মেরামত শুরু হয়নি। অভিযোগ সেতুর মেরামতি ঠিক করে হয় না। যারফলে মাঝে মধ্যেই এই ঘটনা ঘটে। এই সেতু বর্তমানে ত্রাস এলাকাবাসীদের কাছে।
সেতু এখনও মেরামত শুরু হয়নি। অভিযোগ, সেতুর মেরামতি ঠিক করে হয় না। যার ফলে মাঝে মধ্যেই এই ঘটনা ঘটে। এই সেতু বর্তমানে ত্রাস হে উঠেছে এলাকাবাসীদের কাছে।
advertisement
advertisement
advertisement