এক সপ্তাহেই আক্রান্ত ১২, আলিপুরদুয়ারে ম্যালেরিয়ার ব্যাপক বাড়বাড়ন্ত! চিন্তা বাড়ছে স্বাস্থ্য দফতরের, আসছে বিশেষ টিম

Last Updated:

Malaria Outbreak : দ্রুত ছড়িয়ে পড়ছে ম্যালেরিয়া আলিপুরদুয়ার ২ ব্লকে। এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১২ জন। পরিস্থিতি দেখতে আসছে স্বাস্থ্য দফতরের বিশেষ দল।

+
যশোডাঙা

যশোডাঙা হাসপাতাল 

আলিপুরদুয়ার, অনন্যা দে: দ্রুত ছড়িয়ে পড়ছে ম্যালেরিয়া। আলিপুরদুয়ার ২ ব্লকে মশাবাহিত রোগের উপদ্রব। এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১২ জন। কেন এতটা দ্রুত ছড়িয়ে যাচ্ছে ম্যালেরিয়া? পরিস্থিতি দেখতে এই ব্লকে আসছে স্বাস্থ্য দফতরের বিশেষ দল। ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দিন প্রতিদিন বৃদ্ধি পেয়ে চলছে আলিপুরদুয়ারের তুরতুরি গ্ৰাম পঞ্চায়েতের সিমলাবাড়ি এলাকায়।
বর্তমানে ম্যালেরিয়ার আঁতুরঘর হয়ে দাঁড়িয়েছে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লক। যশোডাঙ্গা হাসপাতালে গিয়ে দেখা গেল ১২ জন ম্যালেরিয়া আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। তারমধ্যে বেশিরভাগ চিকিৎসাধীন রোগীর বাড়ি আলিপুরদুয়ার ২ ব্লকের সিমলা বাড়ি এলাকায়। ‌সূত্রের খবর তুরতুরি গ্রাম পঞ্চায়েতের সিমলা বাড়ি এলাকায় ব্যাপকভাবে ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন : জেলে বসে জমে উঠেছিল দোস্তি, ছাড়া পেয়ে দুজনেই হয়েছিল কেপমারির ‘ওস্তাদ’! ফিরে যেতে হল পুরনো ঠিকানা
চলতি মাসে শুরুর দিকে এই সিমলাবাড়ি এলাকায় ম্যালেরিয়া আক্রান্তের হদিশ মেলে। সে সময় এক এলাকায় আট জন আক্রান্ত ছিল। এবারে এক সপ্তাহে ১২ জন আক্রান্ত। আলিপুরদুয়ার দুই ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক অর্পণ কুমার বিষয়ী জানিয়েছেন, সিমলাবাড়িতে বিশেষ টিম যাবে স্বাস্থ্য দফতরের। কেন ওই এলাকায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা  বৃদ্ধি পেয়ে চলছে, তা দেখা হবে। জানা গিয়েছে, ৭০ বছরে বৃদ্ধা থেকে শুরু করে পাঁচ বছরের শিশু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রায় এক মাসের বেশি সময় ধরে তুরতুরি গ্রাম পঞ্চায়েতের সিমলা বাড়ি এলাকায় ব্যাপকভাবে ম্যালেরিয়া দেখা দিয়েছে। বর্তমানে ১২ জন চিকিৎসাধীন হাসপাতালে। এরমধ্যে নয় জন মহিলা  ও তিনজন পুরুষ। এমনিতেই আলিপুরদুয়ার জেলা ডেঙ্গির আঁতুড় ঘর। এর আগে ভয়াবহ আকার ধারণ করেছিল ডেঙ্গি। মৃত্যু পর্যন্ত হয়েছিল মানুষের। তারপর আবার ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে। যা ব্যাপকভাবে চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য বিভাগের।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
এক সপ্তাহেই আক্রান্ত ১২, আলিপুরদুয়ারে ম্যালেরিয়ার ব্যাপক বাড়বাড়ন্ত! চিন্তা বাড়ছে স্বাস্থ্য দফতরের, আসছে বিশেষ টিম
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement