পরে খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইকে আটক করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগেও দুই ভাই স্বাভাবিক জীবনযাপন করতেন। তবে গত দু-তিন বছরে তারা বিভিন্ন নেশার সঙ্গে জড়িয়ে পড়ে। এরপর থেকেই নেশাগ্রস্ত অবস্থায় রাতের পর রাত পাড়ায় অশান্তি শুরু করে। জনবিরক্তি, গালাগালি, এমনকি মহিলাদের উত্ত্যক্ত করাও নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায়।
advertisement
আরও পড়ুন : মাথায় করে আনতে হয় আড়াই মুঠ ধান, কথা বললে রুষ্ট হন দেবী লক্ষ্মী! নতুন ধান কাটার আগে করতে হয় মুঠ পুজো
বহুবার পুলিশকে জানানো সত্ত্বেও স্থায়ী কোনও সমাধান না হওয়ায় ক্ষোভ ক্রমেই বাড়ছিল এলাকায়। পুলিশ কয়েক দফা দুই ভাইকে থানায় নিয়ে গেলেও পরে তারা ছাড়া পেয়ে আবারও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করত বলে অভিযোগ। ওয়ার্ড কাউন্সিলরও সালিশি বৈঠক বসালেও কোনও ফল মেলেনি। তারপর বুধবার রাতে পরিস্থিতি চরমে ওঠে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিযোগ, এলাকার এক নববিবাহিতা মহিলার বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালাগালি ও অশালীন মন্তব্য করে দুই ভাই। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা। তারা দুই ভাইকে ধরে লাইট পোস্টে বেঁধে রেখে পুলিশে খবর দেন। ঘটনার পরে এলাকাবাসীদের দাবি, এবার যেন স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়। শুধু আইনি পদক্ষেপই নয়, দুই ভাইকে নেশামুক্ত করতে প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এখন প্রধান দাবি মহামায়া কলোনির বাসিন্দাদের।






