Mahashivratri 2025: শিবলিঙ্গে এই নিয়মে আকন্দ ফুল দিন! বদলে যাবে ভাগ্য! সুখ-টাকা-সমৃদ্ধিতে ভরবে জীবন

Last Updated:
Mahashivratri 2025: শিবরাত্রিতে মহাদেবকে ১১-টি আকন্দ ফুল নিবেদন করলে নানা সমস্যা সমাধান হয়। আর কী কী করতে হবে?
1/5
শিবের প্রিয় ফুল এই আকুন্দ ফুল। পুরাণ মতে, ভগবান শিবের অন্যতম প্রিয় ফুল আকুন্দ। এই ফুল নিবেদন করলে শিব তুষ্ট হন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন।
শিবের প্রিয় ফুল এই আকুন্দ ফুল। পুরাণ মতে, ভগবান শিবের অন্যতম প্রিয় ফুল আকুন্দ। এই ফুল নিবেদন করলে শিব তুষ্ট হন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন।
advertisement
2/5
আকুন্দ ফুলের পৌরাণিক মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে বলা হয়, আকুন্দ ফুল নৈবেদ্য হিসেবে অর্ঘ্য দিলে জীবনের কষ্ট ও পাপ মোচন হয়। মহা শিবরাত্রিতে তাই একে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
আকুন্দ ফুলের পৌরাণিক মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে বলা হয়, আকুন্দ ফুল নৈবেদ্য হিসেবে অর্ঘ্য দিলে জীবনের কষ্ট ও পাপ মোচন হয়। মহা শিবরাত্রিতে তাই একে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
advertisement
3/5
বিষ ও অমৃতের প্রতীক এই আকুন্দ। আকুন্দ গাছের কষ বিষাক্ত হলেও এর ফুল শুদ্ধ ও পবিত্র। এটি শিবের গলায় ধারণ করা কালকূট বিষের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
বিষ ও অমৃতের প্রতীক এই আকুন্দ। আকুন্দ গাছের কষ বিষাক্ত হলেও এর ফুল শুদ্ধ ও পবিত্র। এটি শিবের গলায় ধারণ করা কালকূট বিষের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
advertisement
4/5
জলপাইগুড়ির দেবী চৌধুরানী মন্দির এর প্রধান পুরোহিত সুভাষ চৌধুরীর কথায়, আকুন্দ ফুলে শুভ শক্তির উপস্থিতি রয়েছে। এই ফুল দীর্ঘসময় সতেজ থাকে এবং নেতিবাচক শক্তি নাশ করে বলে বিশ্বাস করা হয়। তাই মহা শিবরাত্রিতে এটি শিবলিঙ্গে অর্পণ করা হয়।
জলপাইগুড়ির দেবী চৌধুরানী মন্দির এর প্রধান পুরোহিত সুভাষ চৌধুরীর কথায়, আকুন্দ ফুলে শুভ শক্তির উপস্থিতি রয়েছে। এই ফুল দীর্ঘসময় সতেজ থাকে এবং নেতিবাচক শক্তি নাশ করে বলে বিশ্বাস করা হয়। তাই মহা শিবরাত্রিতে এটি শিবলিঙ্গে অর্পণ করা হয়।
advertisement
5/5
এছাড়াও তিনি জানান, সৌভাগ্য ও সমৃদ্ধির বার্তা বয়ে আনে এই ফুল। শিবের আরাধনায় আকুন্দ ফুল উৎসর্গ করলে সৌভাগ্য, শান্তি ও সমৃদ্ধি লাভ হয়। এটি ভক্তদের জীবনে শুভ শক্তি বয়ে আনে।
এছাড়াও তিনি জানান, সৌভাগ্য ও সমৃদ্ধির বার্তা বয়ে আনে এই ফুল। শিবের আরাধনায় আকুন্দ ফুল উৎসর্গ করলে সৌভাগ্য, শান্তি ও সমৃদ্ধি লাভ হয়। এটি ভক্তদের জীবনে শুভ শক্তি বয়ে আনে।
advertisement
advertisement
advertisement