রোগীর এক আত্মীয় সাইদুল হক বলেন, “এই রাস্তায় হাঁটা দায়! দুর্গন্ধের কারণে এক মুহূর্ত দাঁড়ানো যায় না। অথচ প্রশাসনের কোনও নজর নেই।” জলপাইগুড়ি ফার্মেসী কলেজের টিএমসিপি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিৎ সরকার কড়া ভাষায় বলেছেন, “জেলা হাসপাতাল ও ফার্মেসী কলেজের সামনে এইভাবে এলাকাকে অস্বাস্থ্যকর করে তোলা হচ্ছে, অথচ কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না।” এদিকে হাসপাতাল ও ফার্মেসী কলেজ কর্তৃপক্ষ এই সমস্যার জন্য জলপাইগুড়ি পুরসভাকে দায়ী করেছে।
advertisement
আরও পড়ুন: ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলার এই নদী! কিন্তু কেন জানেন?
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে স্থানে এই আবর্জনার স্তূপ তৈরি হয়েছে, তার পাশেই রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিডিএ) অফিস। কিন্তু এই সমস্যা নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, “আমি গুরুত্ব দিয়ে সমস্যাটি দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা অতিসত্বর নেওয়া হবে।” এখন দেখার, প্রশাসনের আশ্বাস কতটা বাস্তবে রূপ নেয়!
সুরজিৎ দে





