Blacksmith: সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে ৯০ দশকের চেনা সেই ঠুকঠাক শব্দ, বিলুপ্তির পথে কামার শিল্প! মাথায় হাত শিল্পীদের

Last Updated:

Blacksmith: আধুনিক ও ডিজিটাল যুগে আমরা প্রায় ভুলতে বসেছি কামারশাল ও কামারদের। ৯০ দশক পর্যন্ত গ্রামের রাস্তায় রমরমা বাজার ছিল কামারদের। আজ তা প্রায় বিলীন হওয়ার পথে।

+
কামার

কামার শিল্প 

বীরভূম,সৌভিক রায়: কামার, একসময় এই কামার নামটা লোকের মুখে মুখে ছিল। মূলত কৃষিকাজের জন্য এই কামারদের গুরুত্ব ছিল অনেকটাই বেশি। ধান কাটার জন্য লাঙলের ফলা, কাস্তে, নিড়ানি, এইসব তৈরি করতেন কামারেরা। তবে আধুনিক ও ডিজিটাল যুগে আমরা প্রায় ভুলতে বসেছি কামারশাল ও কামারদের। ৯০ দশকের সময় পর্যন্ত গ্রামের রাস্তায় রমরমা বাজার ছিল কামারদের। তাদের হাতুড়ি আর লোহা পেটানোর ঠুকঠাক শব্দে মুখরিত হত গোটা এলাকা। গরম লোহার তাপে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতেন কামাররা। সেই ধাতব সুরই ছিল জীবিকার পরিচয়।
কিন্তু আজ সেই ছন্দ ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে। আধুনিকতার ঢেউয়ে কামারদের পেশা যেন নিঃসঙ্গ হয়ে পড়ছে দিন দিন। তবু গ্রামবাংলার ধান কাটার দু’টি মরশুম সেই হারিয়ে যাওয়া স্মৃতিকে সামান্য হলেও ফিরিয়ে আনে। কবিঠাকুরের লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতনে হাতেগোনা যে কয়েকটি জায়গায় কামারশালের এই দৃশ্য দেখতে পাওয়া যায়, তারই একটি বোলপুরের সিয়ান-মুলুক পঞ্চায়েতের গয়েশপুরের রাজেন কর্মকারের ছোট্ট কামারশালা।
advertisement
আরও পড়ুনঃ স্বমহিমায় কেষ্ট! দুবরাজপুরে কালীপুজোর উদ্বোধনে এসে পৌরসভার উপর বেজায় চটলেন, চেয়ারম্যানকে কড়া নির্দেশ অনুব্রতর
সামনে নবান্ন, তাই তিনি ব্যস্ত কৃষকদের জন্য কাস্তে তৈরি করতে। হাতের শ্রম, মাটির গন্ধ, লোহার তাপ সব মিলিয়ে তার প্রতিটি আঘাতে ফুটে ওঠে জীবনের গল্প। কিন্তু সেই গল্পের ভাঁজে আছে চিন্তার ছায়া। কাজ আগের মতো নেই, তাই ভবিষ্যৎ প্রজন্ম এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদি এমনই চলতে থাকে, একদিন শুধু গল্পে, ছবিতে আর স্মৃতিতে বেঁচে থাকবে হাতুড়ি দিয়ে লোহা পেটানোর সেই প্রাণবন্ত ঠুকঠাক আওয়াজ। কামারশালার ধোঁয়া, আগুন, আর শিল্পের নিবিড় মুহূর্তগুলো হারিয়ে যাবে সময়ের স্রোতে। সময় কী শুধুই এগিয়ে যাচ্ছে নাকি আমরা অজান্তেই এক এক করে হারিয়ে ফেলছি গ্রাম বাংলার ঐতিহ্য। এর উত্তরও সময়েরই হাতে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Blacksmith: সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে ৯০ দশকের চেনা সেই ঠুকঠাক শব্দ, বিলুপ্তির পথে কামার শিল্প! মাথায় হাত শিল্পীদের
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement