TRENDING:

Jalpaiguri News: উন্নয়নে বাধা নয়! জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত স্টেশন কাজের জন্য যা করলেন ব্যবসায়ীরা, কুর্নিশ জানাবেন

Last Updated:

কাজ শুরু অমৃত ভারত স্টেশন প্রকল্পের! ব্যবসায়ীদেরও বড় বলিদান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: কাজ শুরু অমৃত ভারত স্টেশন প্রকল্পের! নতুন জায়গায় স্থানান্তর ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা সরে যেতেই যুদ্ধকালীন তৎপরতায় জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ শুরু করল রেল, দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে স্টেশন বাজার, আশা ব্যবসায়ীদের। রেল কর্তৃপক্ষ আর্থ মুভার নামিয়ে ব্যবসায়ীদের খালি করা স্থানে জলপাইগুড়ি টাউন স্টেশনে চলা অমৃত ভারত প্রকল্পের কাজে গতি বাড়াল। এদিন সকাল থেকেই দীর্ঘ কয়েক দশক ধরে টাউন স্টেশন সংলগ্ন জায়গায় ব্যবসা করে আসা ব্যবসায়ীরা পূর্বের স্থান পরিবর্তন করে পাশেই রেলের পুকুর পাড়ে নিজেদের ব্যবসা শুরু করেছে।
advertisement

ক্রেতাদের কাছেও বড় পরিসরে বাজার বসায় যেমন সুবিধে হচ্ছে, এর পাশাপাশি কিছুটা সরে এসে নতুন স্থানে দোকান সাজিয়ে নতুন উদ্যমে ব্যবসা করছে শাকসবজি থেকে মাছ, মাংস বিক্রেতারা। বর্তমান অবস্থা প্রসঙ্গে টাউন স্টেশন ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য জয়ন্ত কর জানান, “নতুন নয়, আমরা রেলের ফাঁকা জায়গায় সরে এসেছি, কারণ আমরাও চাই উন্নতি হোক জলপাইগুড়ির উন্নতি হোক জলপাইগুড়ি টাউন স্টেশনের।”

advertisement

আরও পড়ুন: অল্প পুঁজিতে এত লাভ! এই নিয়ম মানলেই হবে পকেটে উপচে পড়বে টাকা

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

টাউন স্টেশন ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য জয়ন্ত কর আরও জানান, “আমরা নতুন কোথাও যাচ্ছি না, রেলের ফাঁকা জায়গাতেই সরে এসেছি। কারণ আমরাও চাই জলপাইগুড়ির উন্নতি হোক, টাউন স্টেশন আরও আধুনিক হোক।” স্থানীয় প্রশাসন এবং রেল কর্তৃপক্ষের দাবি, প্রকল্পের কাজ দ্রুত শেষ হলে বাজার ফের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: উন্নয়নে বাধা নয়! জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত স্টেশন কাজের জন্য যা করলেন ব্যবসায়ীরা, কুর্নিশ জানাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল