ক্রেতাদের কাছেও বড় পরিসরে বাজার বসায় যেমন সুবিধে হচ্ছে, এর পাশাপাশি কিছুটা সরে এসে নতুন স্থানে দোকান সাজিয়ে নতুন উদ্যমে ব্যবসা করছে শাকসবজি থেকে মাছ, মাংস বিক্রেতারা। বর্তমান অবস্থা প্রসঙ্গে টাউন স্টেশন ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য জয়ন্ত কর জানান, “নতুন নয়, আমরা রেলের ফাঁকা জায়গায় সরে এসেছি, কারণ আমরাও চাই উন্নতি হোক জলপাইগুড়ির উন্নতি হোক জলপাইগুড়ি টাউন স্টেশনের।”
advertisement
আরও পড়ুন: অল্প পুঁজিতে এত লাভ! এই নিয়ম মানলেই হবে পকেটে উপচে পড়বে টাকা
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
টাউন স্টেশন ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য জয়ন্ত কর আরও জানান, “আমরা নতুন কোথাও যাচ্ছি না, রেলের ফাঁকা জায়গাতেই সরে এসেছি। কারণ আমরাও চাই জলপাইগুড়ির উন্নতি হোক, টাউন স্টেশন আরও আধুনিক হোক।” স্থানীয় প্রশাসন এবং রেল কর্তৃপক্ষের দাবি, প্রকল্পের কাজ দ্রুত শেষ হলে বাজার ফের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
সুরজিৎ দে





