Money Making Tips: অল্প পুঁজিতে এত লাভ! এই নিয়ম মানলেই হবে পকেটে উপচে পড়বে টাকা

Last Updated:
Money Making Tips: নতুন উদ্যোক্তারা চাইলে এই ব্যবসা থেকে বড় মুনাফা অর্জন করতে পারেন।
1/5
এই অভিনব চাষই পথ দেখাবে বিপুল লাভের! গাজলডোবার মিঠুন দেখাচ্ছে রঙিন মাছ চাষে সাফল্যের দিশা।উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে গাজলডোবা এখন এক জনপ্রিয় গন্তব্য। তবে এখানেই থেমে থাকেননি মিঠুন মালো। মৎসজীবী পরিবারের এই পরিশ্রমী যুবক মিলনপল্লী গ্রামকে রঙিন মাছ চাষের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান।
এই অভিনব চাষই পথ দেখাবে বিপুল লাভের! গাজলডোবার মিঠুন দেখাচ্ছে রঙিন মাছ চাষে সাফল্যের দিশা।উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে গাজলডোবা এখন এক জনপ্রিয় গন্তব্য। তবে এখানেই থেমে থাকেননি মিঠুন মালো। মৎসজীবী পরিবারের এই পরিশ্রমী যুবক মিলনপল্লী গ্রামকে রঙিন মাছ চাষের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান।
advertisement
2/5
ভোরের আলোয় আরেক ভোরের স্বপ্ন দেখছেন মিঠুন ।ইতিমধ্যে নিজের মামাকে সঙ্গে নিয়ে দু'টি পুকুর ও ছ'টি চৌবাচ্চায় রেড কাপ, গোল্ড ফিস, ওরেন্ডা, কবিতো কাপের চাষ শুরু করেছেন। শিলিগুড়ি, জলপাইগুড়ি ও ডুয়ার্সের বাজারে সেই মাছ সরবরাহও করছেন। এখন তাঁর লক্ষ্য সিকিমসহ অন্যান্য রাজ্যে এই মাছ রফতানি করা।কারণ, পৃথিবীতে সৌখিন মানুষের সংখ্যা নেহাত কম নয়।
ভোরের আলোয় আরেক ভোরের স্বপ্ন দেখছেন মিঠুন ।ইতিমধ্যে নিজের মামাকে সঙ্গে নিয়ে দু'টি পুকুর ও ছ'টি চৌবাচ্চায় রেড কাপ, গোল্ড ফিস, ওরেন্ডা, কবিতো কাপের চাষ শুরু করেছেন। শিলিগুড়ি, জলপাইগুড়ি ও ডুয়ার্সের বাজারে সেই মাছ সরবরাহও করছেন। এখন তাঁর লক্ষ্য সিকিমসহ অন্যান্য রাজ্যে এই মাছ রফতানি করা।কারণ, পৃথিবীতে সৌখিন মানুষের সংখ্যা নেহাত কম নয়।
advertisement
3/5
তাঁর কথায়, এই ব্যবসা সত্যি ভীষণ লাভজনক একটি ব্যবসা। ভালো করে সমস্ত কিছু শিখে যদি কেউ নিজে এই ব্যবসা করতে চায় তা হলে লাভ দ্বিগুণের থেকেও বেশি। মিঠুনের মতে, রঙিন মাছের বাজার বিশাল এবং লাভজনক। নতুন উদ্যোক্তারা চাইলে এই ব্যবসা থেকে বড় মুনাফা অর্জন করতে পারেন।
তাঁর কথায়, এই ব্যবসা সত্যি ভীষণ লাভজনক একটি ব্যবসা। ভালো করে সমস্ত কিছু শিখে যদি কেউ নিজে এই ব্যবসা করতে চায় তা হলে লাভ দ্বিগুণের থেকেও বেশি। মিঠুনের মতে, রঙিন মাছের বাজার বিশাল এবং লাভজনক। নতুন উদ্যোক্তারা চাইলে এই ব্যবসা থেকে বড় মুনাফা অর্জন করতে পারেন।
advertisement
4/5
তবে বড় পরিসরে মাছ চাষের জন্য সরকারি সহযোগিতা জরুরি। তিনি মনে করেন, সহায়তা পেলে উত্তরবঙ্গের রঙিন মাছের যোগান কলকাতা নির্ভরতা ছাড়িয়ে জাতীয় স্তরে পৌঁছাতে পারে। যাঁরা এই চাষ শিখতে চান, তাঁদের জন্যও প্রস্তুত মিঠুন।
তবে বড় পরিসরে মাছ চাষের জন্য সরকারি সহযোগিতা জরুরি। তিনি মনে করেন, সহায়তা পেলে উত্তরবঙ্গের রঙিন মাছের যোগান কলকাতা নির্ভরতা ছাড়িয়ে জাতীয় স্তরে পৌঁছাতে পারে। যাঁরা এই চাষ শিখতে চান, তাঁদের জন্যও প্রস্তুত মিঠুন।
advertisement
5/5
তিনি জানাচ্ছেন, সঠিক প্রশিক্ষণ ও সরকারি সহায়তা পেলে এই উদ্যোগ বহু মানুষের জীবিকা বদলে দিতে পারে।এবং মৎস্য দফতরের সঙ্গে কথা বলেও এই মাছ চাষ সম্পর্কে খানিকটা ধারণা সকলেই পেতে পারেন।
তিনি জানাচ্ছেন, সঠিক প্রশিক্ষণ ও সরকারি সহায়তা পেলে এই উদ্যোগ বহু মানুষের জীবিকা বদলে দিতে পারে।এবং মৎস্য দফতরের সঙ্গে কথা বলেও এই মাছ চাষ সম্পর্কে খানিকটা ধারণা সকলেই পেতে পারেন।
advertisement
advertisement
advertisement