আরও পড়ুনঃ ‘প্রবেশ ও বেরনোর পথের পরিসর বড় করতে হবে…’ পুজো মণ্ডপ পরিদর্শনে নির্দেশ পুলিশ কর্তার
মৃতের মামাতো দাদা রতন রায় বলেন, “স্কুলে পরীক্ষা দিতে যাবে বলে খুবই তাড়াহুড়ো করছিল। যার ফলে ও কিছু খেয়ালই করতে পারেনি। এরপরেই হঠাৎই টিউবওয়েলে হাত দিতেই তড়িদাহত হয়ে পড়ে রাজদীপ।”
advertisement
সূত্রের খবর, স্কুলে পরীক্ষা চলছে। তাই সকাল থেকে পড়াশোনা করে পরীক্ষা দিতে যাওয়ার আগে স্নান করতে গিয়েছিল একাদশ শ্রেণির এক ছাত্র। আর কলপাড়েই তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। পাম্প চালিয়ে টিউবওয়েল থেকে জল তুলতে গিয়েছিল সে। বিদ্যুতের তারের সংযোগে এসে যাওয়ায় ওই টিউবওয়েলটি ছুঁতেই তড়িদাহত হয় ছাত্রটি। এরপরেই তাঁকে তড়িঘড়ি বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সেখানেই মৃত বলে ঘোষণা করেন। এরপরেই দুপুর একটা নাগাদ মৃতদেহের ময়নাতদন্ত করা হয় বালুরঘাট পুলিশ মর্গে। বালুরঘাট থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।