TRENDING:

Bangla News: টিউবওয়েল ছুঁতে গিয়েই ঘটল বিপত্তি!তড়িদাহত হয়ে মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

Last Updated:

Bangla News: স্নানের সময় জলের পাম্প চালু ছিল। হঠাৎ অসাবধানতাবশত মোটরে হাত পড়তেই তড়িদাহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ১৫ বছর বয়সি এক স্কুল পড়ুয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: পরীক্ষার আগেই করুণ পরিণতি এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। এদিন সকালে পরীক্ষা দিতে যাওয়ার আগে স্নান করতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয় ১৫ বছর বয়সি রাজদীপ রায় নামে এক স্কুল পড়ুয়ার। মর্মান্তিক ঘটনাটি বালুরঘাটের জলঘর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, স্নানের সময় জলের পাম্প চালু ছিল। হঠাৎ অসাবধানতাবশত মোটরে হাত পড়তেই তড়িদাহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই পড়ুয়া।
তড়িদাহত হয়ে মৃত্যু স্কুল পড়ুয়ার 
তড়িদাহত হয়ে মৃত্যু স্কুল পড়ুয়ার 
advertisement

আরও পড়ুনঃ ‘প্রবেশ ও বেরনোর পথের পরিসর বড় করতে হবে…’ পুজো মণ্ডপ পরিদর্শনে নির্দেশ পুলিশ কর্তার

মৃতের মামাতো দাদা রতন রায় বলেন, “স্কুলে পরীক্ষা দিতে যাবে বলে খুবই তাড়াহুড়ো করছিল। যার ফলে ও কিছু খেয়ালই করতে পারেনি। এরপরেই হঠাৎই টিউবওয়েলে হাত দিতেই তড়িদাহত হয়ে পড়ে রাজদীপ।”

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
থিম শুনে প্রথমে চমকে গিয়েছিলেন অনেকে, মণ্ডপে গিয়ে বোঝা গেল আসল অর্থ
আরও দেখুন

সূত্রের খবর, স্কুলে পরীক্ষা চলছে। তাই সকাল থেকে পড়াশোনা করে পরীক্ষা দিতে যাওয়ার আগে স্নান করতে গিয়েছিল একাদশ শ্রেণির এক ছাত্র। আর কলপাড়েই তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। পাম্প চালিয়ে টিউবওয়েল থেকে জল তুলতে গিয়েছিল সে। বিদ্যুতের তারের সংযোগে এসে যাওয়ায় ওই টিউবওয়েলটি ছুঁতেই তড়িদাহত হয় ছাত্রটি। এরপরেই তাঁকে তড়িঘড়ি বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সেখানেই মৃত বলে ঘোষণা করেন। এরপরেই দুপুর একটা নাগাদ মৃতদেহের ময়নাতদন্ত করা হয় বালুরঘাট পুলিশ মর্গে। বালুরঘাট থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: টিউবওয়েল ছুঁতে গিয়েই ঘটল বিপত্তি!তড়িদাহত হয়ে মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল