পুলিশ জানিয়েছে ধৃতদের নাম অনিক সাহা, রাহুল বিশ্বাস, অর্ক ঘোষ, মনোজ গোস্বামী, ছোট সরদার ও শৈলেন বিশ্বাস। তারা সকলেই বনগাঁ ও বাগদা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে বেশ কিছু যুবক গাইঘাটার চাঁদপাড়া হীরালাল মোড়ের কাছে একটি অন্ধকার জায়গায় জড়ো হয়েছে।
আরও পড়ুনঃ শিক্ষারত্ন পাচ্ছেন বারাসত নবপল্লী বয়েজ স্কুলের প্রধান শিক্ষক
advertisement
তাদের হাতে ধারালো অস্ত্র রয়েছে। এই খবরের ভিত্তিতে গাইঘাটা থানার পুলিশের একটি দল সেখানে যায়। যদিও সেখানে কাউকে দেখতে পাননি তাঁরা। এরপর, সেখানেই বেশ কিছুক্ষণ লুকিয়ে অপেক্ষা করতে থাকেন পুলিশ আধিকারিকরা। খানিক পরেই দেখা যায়, এক এক করে সেখানে জড়ো হচ্ছে বেশ কয়েক জন যুবক। তাদের সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছয় আট থেকে দশ জনে। তাদের প্রত্যেকের হাতেই ছিল নানা ধারালো অস্ত্র।
আরও পড়ুনঃ কলকাতার মতোই দুর্গাপুজো কার্নিভাল কি এবার অশোকনগরেও! বাড়ছে জল্পনা
এরপরই পুলিশ তাদের ঘিরে ফেলতে গেলে, ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় দু একজন পালিয়ে গেলেও, গ্রেফতার করা হয়েছে ছ’জনকে। বাজেয়াপ্ত করা হয় ওই সব অস্ত্রও। পুলিশের জেরায় ধৃতরা স্বীকার করে, তারা ডাকাতের উদ্দেশ্যেই জড়ো হয়েছিল। গাইঘাটা, হাবরা, মসলন্দপুর এলাকার মধ্যে ডাকাতির করার ছক ছিল তাঁদের। ধৃত ছ'জনকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।
Rudra Narayan Roy