North 24 Parganas: শিক্ষারত্ন পাচ্ছেন বারাসত নবপল্লী বয়েজ স্কুলের প্রধান শিক্ষক

Last Updated:

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন বারাসাতের নবপল্লী বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক।

বারাসাত নবপল্লী বয়েজ স্কুলের প্রধান শিক্ষক
বারাসাত নবপল্লী বয়েজ স্কুলের প্রধান শিক্ষক
#উত্তর ২৪ পরগনা : রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন বারাসতের নবপল্লী বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক। যোগ্য মানুষের হাতেই শোভা পায় এই সম্মান, এমনটাই জানিয়ে আবেগে ভাসছে পড়ুয়া থেকে সহকারী শিক্ষকেরা। উত্তর ২৪ পরগনার নবপল্লী বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক সুজিত কুমার রায় এ বছর রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন। রাজ্য সরকারের তরফ থেকে তার নাম মনোনীত হওয়ার পরই আবেগে ভাসছে গোটা স্কুল। অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে মিলছে শুভেচ্ছা বার্তা।
 
 
advertisement
পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই শিক্ষারত্ন পুরস্কার গ্রহণ করবেন সুজিত বাবু। তিনি ছাড়াও, জেলার আরও দুই শিক্ষকের হাতে তুলে দেওয়া হবে এই শিক্ষারত্ন পুরস্কার। অতিমারীর সময় স্কুলের ছাত্রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা, অনলাইন ক্লাস নেওয়া এবং সারা বছর ধরে ছাত্রদের পাশে থেকে সর্বতভাবে সাহায্যের সাথে সাথে শিক্ষাদানের উপরে নির্ভর করে শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন, নবপল্লী বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক সুজিত কুমার রায়।
advertisement
 
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবার গোটা রাজ্যের ৬১ জনকে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হচ্ছে। তার মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার মোট তিনজন শিক্ষক রয়েছেন। বিজ্ঞান বিষয়ক এই শিক্ষকের শিক্ষারত্ন পুরস্কার পাওয়ায় স্কুলে রীতিমত উৎসবের মেজাজ।
advertisement
 
যদিও, এই পুরস্কারের পুরো কৃতিত্বই গোটা স্কুলের মধ্যে ভাগ করে দিয়েছেন প্রধান শিক্ষক। স্কুলেরই ছাত্র দীপ্তাংশু পাল জানান, স্যার শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছে শুনেই স্কুল নিয়ে গর্ব অনুভব হচ্ছে। আমরা সকলেই খুব খুশি। নবপল্লী বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষকের এই কৃতিত্বে খুশি অভিভাবক সহ প্রাক্তনীরাও।
advertisement
 
 
 
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: শিক্ষারত্ন পাচ্ছেন বারাসত নবপল্লী বয়েজ স্কুলের প্রধান শিক্ষক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement