তবুও জীবনের ঝুঁকি নিয়েই রাস্তায় চলছে অটো, টোটো, বাইক। একই সাথে রাস্তা খারাপের কারণে দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। গাড়ি বিকল হচ্ছে মাঝেমধ্যেই। দুর্ভোগ এড়াতে যাত্রীরা অনেকেই হেঁটে যাতায়াত করছেন জীবন বাঁচাতে। ফলে পেটে টান পরছে ওই রুটে যানবাহন চালানো চালকদের। রাস্তায় অধিকাংশ জায়গায় পিচ উঠে গিয়েছে। খানাখন্দে ভরে গিয়েছে গোটা রাস্তা।
advertisement
আরও পড়ুনঃ পাকা সেতুর দাবি দীর্ঘদিনের, জীবন হাতে নিয়েই চলে যাতায়াত!
বারাসত ব্লক ওয়ান এর অন্যতম গুরুত্বপূর্ণ পঞ্চায়েত ছোট জাগুলিয়া। বারাসত ব্লক ১ এর সমষ্টি উন্নয়ন দপ্তর অর্থাৎ বিডিও অফস এই পঞ্চায়েতেই। ফলতু বেহাল রাস্তা, সাধারণ মানুষের দুর্ভোগ পঞ্চায়েত নির্বাচনে প্রভাব ফেলতে পারে। সেই কারণে ইতিমধ্যেই সাংসদ ও জেলা সভাধিপতির কাছে চিঠি করেছেন পঞ্চায়েত প্রধান নুরুল হক। তিনি জানান, দ্রুত এই রাস্তা মেরামত করা হবে। তবে এলাকার মানুষে দীর্ঘমেয়াদি রাস্তার আবেদন রাখে। কারণ এই রাস্তার সাথে রুজিরোজগার জরিয়ে আছে প্রচুর মানুষের।
আরও পড়ুনঃ ভেট ল্যাবের ভুল রিপোর্টে পোষ্যের মৃত্যু! বিচার চাইতে গঠিত হল তদন্ত কমিটি
গাড়ি চালকদের দাবি একটা সময় টোটোতে যাত্রী হয়, বাকি সময় গাড়ি নিয়ে বসেই দিন কাটাতে হয়। রাস্তাটি জেলাপরিষদের তত্ত্বাবধানে তৈরি হয়,পঞ্চায়েতের তরফ থেকে মাঝেমধ্যে গিয়ে নজরদারি চালানো হয়। যে কন্ট্রাক্টর কাজটি করেছে সে ভালো কাজ করেনি স্বীকার করেনিয়েই প্রধান জানান, যখন কাজ হয় তখন স্থানীয় মানুষেরও উচিৎ নজরদারি চালানো। তবে এবার রাস্তা হলে সেটা দীর্ঘমেয়াদি হবে বলে আশ্বাস দেন ছোট জাগুলিয়া পঞ্চায়েত প্রধান নুরুল হক।
Rudra Narayan Roy