North 24 Parganas News: পাকা সেতুর দাবি দীর্ঘদিনের, জীবন হাতে নিয়েই চলে যাতায়াত!

Last Updated:

পাকা সেতুর দাবিতে গোপালনগর নহাটা লক্ষীপুর সড়কে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কোন সাড়া মেলেনি। জানা যায়, বনগাঁ ব্লকের চৌবাড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষের একমাত্র ভরসা ও ব্যস্ততম রাস্তার উপর পার্বতী খাল।

+
পাকা

পাকা সেতুর দাবি

#উত্তর ২৪ পরগনা : পাকা সেতুর দাবিতে গোপালনগর নহাটা লক্ষীপুর সড়কে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কোন সাড়া মেলেনি। জানা যায়, বনগাঁ ব্লকের চৌবাড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষের একমাত্র ভরসা ও ব্যস্ততম রাস্তার উপর পার্বতী খাল। আর সেই খালের উপর দিয়ে যাতায়াতের মামুদপুর এলাকায় প্রায় ৩০ মিটার দীর্ঘ কাঠের ব্রিজের বেহাল দশা। ফলে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিস্তীর্ণ এলাকার গ্রামের মানুষের সকাল সন্ধ্যে যাতায়াত করতে হয় এই ব্রিজের উপর দিয়েই।
স্কুলে যাওয়ার পথে ছাত্রছাত্রী রাও এই ব্রিজ ব্যবহার করে থাকে। বেহাল অবস্থায় পড়ে থাকা এই ব্রিজের তেমনভাবে সংস্কার হয় না বলেই দাবি স্থানীয়দের। প্রশাসনকে বারংবার বলা সত্ত্বেও বিদ্যাধরী প্রজেক্ট এর আওতায় থাকা কাঠের ব্রিজটি দীর্ঘদিন অবহেলিত। প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। তাই বাধ্য হয়ে অবশেষে নতুন ব্রিজের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি গ্রামবাসীদের। স্থানীয়রা জানিয়েছেন, এই সেতুর উপর কনকপুর, সাতাশি, গড়ালি, রুস্তমনগর সহ প্রায় গোটা দশেক গ্রামের কয়েক হাজার মানুষ নিত্যদিনের যাতায়াত।
advertisement
আরও পড়ুনঃ ‘দ্য এপিসেন্টার’ স্ক্রিপ্ট এনে দিল সুলতান পদমসি পুরষ্কার
বাজার হাট হাসপাতাল স্কুল সবাই প্রয়োজনে পার্বতী খালের ওপরের এই দুর্বল সেতু দিয়ে যাতায়াত করতে। দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও ফল না মেলায় অগত্যা নহাটা লক্ষ্মীপুর সড়কে নেমে বিক্ষোভ। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা অবশ্য কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। কবে বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতের রাস্তার এই সমস্যার সমাধান হয় এখন সেদিকেই তাকিয়ে সকলে।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পাকা সেতুর দাবি দীর্ঘদিনের, জীবন হাতে নিয়েই চলে যাতায়াত!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement