North 24 Parganas News: ‘দ্য এপিসেন্টার’ স্ক্রিপ্ট এনে দিল সুলতান পদমসি পুরষ্কার

Last Updated:

কণ্যাশ্রী, শিক্ষাশ্রী বা উৎসশ্রী একাধারে সরকারি প্রকল্প সামলানোর কাজ সঙ্গে রয়েছে স্কুলের ক্লাস। সবকিছুই তিনি সমান তালে সামলান। তিনি বলতে উত্তর ২৪ পরগনার উদয়পুর হরদয়াল নাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন পাল।

নাট্যকার সৌমেন পাল
নাট্যকার সৌমেন পাল
#উত্তর ২৪ পরগনা : কণ্যাশ্রী, শিক্ষাশ্রী বা উৎসশ্রী একাধারে সরকারি প্রকল্প সামলানোর কাজ সঙ্গে রয়েছে স্কুলের ক্লাস। সবকিছুই তিনি সমান তালে সামলান। তিনি বলতে উত্তর ২৪ পরগনার উদয়পুর হরদয়াল নাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন পাল। এত চাপের মাঝেও নাটকের প্রতি অগাধ ভালবাসা তাঁকে আজ এনে দিয়েছে নাট্য জগতের এক বিশেষ পুরষ্কার। ইংরেজি নাটকের স্ক্রিপ্ট ‘দ্য এপিসেন্টার’ লিখে তিনি পেলেন এবারের সুলতান পদমসি পুরষ্কার। স্কুলের হাজার ঝক্কি সামলেও তিনি সমান ভাবে চালিয়ে যান তাঁর নাটক লেখা বা নির্দেশনার কাজ।
কাঁকিনাড়ার বলাকা নাট্য সংস্থার হাত ধরেই তাঁর এই জগতে আসা। স্কুলের প্রধান শিক্ষকের এই পুরষ্কারে খুশি তাঁর সহকর্মী থেকে শুরু করে শুভাকাঙ্খীরা। সুলতান পদমসি পুরষ্কার দেওয়া হয় সারা বিশ্বে ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভুত নাট্যকারকে। ইংরেজিতে লেখা নাটকের পাণ্ডুলিপির বিচারে শ্রেষ্ঠ লেখককেই এই পুরষ্কার দেওয়া হয়। টাটা লিটরেচার গ্রুপ এবং বম্বে থিয়েটার যৌথভাবে এই পুরষ্কার দেয়। ১৯৬৬ সাল থেকে এই পুরষ্কার দেওয়া হলেও মাঝে কয়েক বছর তা বন্ধ ছিল।
advertisement
আরও পড়ুনঃ ইলেকট্রিকের তারে জ্বলে উঠছে আগুন! আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
২০১৬ সাল থেকে আবার শুরু হয় এই পুরষ্কার প্রদান। এবারে ভরতীয় চারজনকে এই সুলতান পদমসি পুরষ্কার দেওয়া হয়েছে। মুম্বইয়ে শংসাপত্র ও চেক তুলে দেওয়া হয় সৌমেন পালের হাতে। স্কুলের এত কাজের মাঝে কী করে লেখেন তিনি নাটকের স্ক্রিপ্ট? প্রশ্নের উত্তরে এই প্রধান শিক্ষক জানান, নাটক তাঁর প্রাণের জায়গা। তাই তিনি ব্যস্ততা থাকলেও চালিয়ে ‌যান এই নাটক লেখার কাজ। তাঁর লেখা ‘দ্য এপিসেন্টার’ নাটকের মূল পটভূমি হল কিছু মিথকে ভাঙা, ‌যা বারবার লেখা হয়েছে মহাভারতে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ইলেকট্রিক গাড়ির ব্যাটারি চুরি হওয়ায় বন্ধ পৌর পরিষেবা!
এই নাটকের মধ্যে রয়েছে এক নিগূঢ় রাজনীতি ‌যাকে জড়িয়ে আছে মহাভারতের নানা চরিত্র। মহাভারতের আদি পর্ব নিয়েই লেখা তাঁর এই নাটক। ওটিটি, ওয়েব সিরিজের ‌যুগে একে একে নিভিছে দেউটির মতো ক্রমশ হারিয়ে ‌যেতে বসেছে বাংলার থিয়েটার। এ প্রশ্ন বারবার উঠলেও বাঙালি ‌যে এখনও ভোলেনি তার নাট্যশিল্পকে, থিয়েটারকে সৌমেনবাবুর এই পুরষ্কার আরও একবার তা প্রমাণ করল।
advertisement
পূর্ণেন্দু মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ‘দ্য এপিসেন্টার’ স্ক্রিপ্ট এনে দিল সুলতান পদমসি পুরষ্কার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement