North 24 Parganas News: ইলেকট্রিক গাড়ির ব্যাটারি চুরি হওয়ায় বন্ধ পৌর পরিষেবা!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
হাবরা পৌরসভা এলাকায় এদিন নোংরা পড়ে রইল বাড়িতে বাড়িতে। এল না নোংরা ফেলার পৌরসভার গাড়ি। কারণ চুরি গিয়েছে ইলেকট্রিক নোংরা ফেলার গাড়ির ব্যাটারি। একটি দুটি নয়, প্রায় কুড়িটির উপর নোংরা ফেলার পৌরসভার গাড়ির ব্যাটারি চুরির ঘটনায় হাবরা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
#উত্তর ২৪ পরগনা : হাবরা পৌরসভা এলাকায় এদিন নোংরা পড়ে রইল বাড়িতে বাড়িতে। এল না নোংরা ফেলার পৌরসভার গাড়ি। কারণ চুরি গিয়েছে ইলেকট্রিক নোংরা ফেলার গাড়ির ব্যাটারি। একটি দুটি নয়, প্রায় কুড়িটির উপর নোংরা ফেলার পৌরসভার গাড়ির ব্যাটারি চুরির ঘটনায় হাবরা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। নৈশ প্রহরী থাকা সত্ত্বেও কীভাবে চুরি হল এতগুলো ভ্যাটের গাড়ির ব্যাটারি, এখন উঠছে সেই প্রশ্ন! এদিন সকালবেলা ভ্যাটের গাড়ির ডিউটিতে আসা পৌরকর্মীরা দেখতে পান, প্রায় কুড়িটি ইলেকট্রিক গাড়ির ব্যাটারি চুরি গিয়েছে হাবরার নালন্দা এলাকায় পৌরসভার গাড়ি রাখার গ্যারেজ থেকে।
এরপরই বিষয়টি জানাজানি হতেই খবর যায় হাবরা থানায়। হাবরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে খতিয়ে দেখেন। এতগুলি গাড়ির ব্যাটারি চুরি হয়ে যাওয়ার কারণে স্তব্ধ হয়ে পরে পৌর পরিষেবা। ফলে এদিন ময়লা তোলার কাজ বন্ধ হয়ে থাকে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারাও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন। পুলিশের তরফ থেকে এলাকার সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, হালকা শীত পড়তেই চোরের উপদ্রব বেড়েছে হাবরা এলাকায়। বেশ কয়েকটি চুরির ঘটনায় ইতিমধ্যেই ঘটায়, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
আরও পড়ুনঃ বেহাল রেল গেটের রাস্তায় ঘটছে দুর্ঘটনা, প্রতিবাদ নিত্যযাত্রী থেকে স্থানীয় বাসিন্দাদের
এদিন আবারও পৌরসভার ভ্যাটের গাড়ির ব্যাটারি চুরির ঘটনায় পুলিশি নিরাপত্তার দিকেই আঙ্গুল তুলে দিল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।হাবরা পৌরসভার কনজারভেন্সি ডিপার্টমেন্টের ব্যবহৃত গাড়িগুলি থেকে ব্যাটারি চুরির ঘটনায় ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে দুস্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। বেশ কয়েকদিন আগে পার্শ্ববর্তী অশোকনগর থানা এলাকায়ও বেশ কয়েকটি টোটো গাড়ি থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটেছিল। দুটি ঘটনার সঙ্গে কোনও যোগসুত্র আছে কিনা সে বিষয়েও নিশ্চিত হতে চাইছে পুলিশ।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
First Published :
November 23, 2022 8:31 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ইলেকট্রিক গাড়ির ব্যাটারি চুরি হওয়ায় বন্ধ পৌর পরিষেবা!