North 24 Parganas News: ইলেকট্রিকের তারে জ্বলে উঠছে আগুন! আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

Last Updated:

ব্যস্ত রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি থেকে জ্বলন্ত কেবিল তার যত্রতত্র খসে পরছে, আর তাতেই আতঙ্কিত গোটা এলাকার মানুষ। এমনই আতঙ্কিত ঘটনার সম্মুখীন হচ্ছেন বসিরহাটের এক নম্বর ব্লকের গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের প্রসন্ন কাটি গ্রামের মানুষজন।

+
কারেন্টের

কারেন্টের তারে আগুন

#উত্তর ২৪ পরগনা : ব্যস্ত রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি থেকে জ্বলন্ত কেবিল তার যত্রতত্র খসে পরছে, আর তাতেই আতঙ্কিত গোটা এলাকার মানুষ। এমনই আতঙ্কিত ঘটনার সম্মুখীন হচ্ছেন বসিরহাটের এক নম্বর ব্লকের গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের প্রসন্ন কাটি গ্রামের মানুষজন। কয়েকদিন ধরে চলা এই সমস্যায় রীতিমতো বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে খুব উগ্রে দিচ্ছেন স্থানীয় মানুষজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ রাস্তার পাশ দিয়ে যাতায়াত করেন গ্রামের মানুষ। এর মধ্যেই হঠাৎ করে বিদ্যুতের খুঁটির ইলেকট্রিক কেবলে আগুন ধরে যাচ্ছে।
শুধু তাই নয় আগুন জলা ইলেকট্রিকের তার ছিড়ে পড়ছে রাস্তার উপর। জীবনের ঝুঁকি নিয়ে গ্রামবাসীরা সেগুলো নেভানোর চেষ্টা করলেও, বিদ্যুৎ সংযোগ থাকায় রাস্তার উপরে জ্বলন্ত তার খসে পড়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা সহ রাস্তা দিয়ে চলা নিত্তযাত্রিরা। বিদ্যুৎ দপ্তরে খবর দেওয়া হলেও, তারা উদাসীন বলে অভিযোগ জানান গ্রামবাসীরা। যেকোনো সময় বড় কোন দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে!
advertisement
আরও পড়ুনঃ ইলেকট্রিক গাড়ির ব্যাটারি চুরি হওয়ায় বন্ধ পৌর পরিষেবা!
এলাকার স্থানীয় শিশুদের ঘর থেকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না বিপদের আশঙ্কায়। বড়রাও অতি সাবধানতা অবলম্বন করে পথ চলছেন প্রয়োজনের খাতিরে। স্থানীয়দের দাবি অবিলম্বে ইলেকট্রিকের কেবেল এর তার পরীক্ষা করে প্রয়োজনে তা বদল করে দিক বিদ্যুৎ দপ্তর। কবে এই সমস্যার হাত থেকে রেহাই মেলে এখন সেদিকেই তাকিয়ে প্রসন্ন কোটি গ্রামের মানুষ।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ইলেকট্রিকের তারে জ্বলে উঠছে আগুন! আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement