TRENDING:

North 24 Parganas News: চোখের জ্যোতি নেই, না দেখেও দাবা প্রতিযোগিতায় মাত দিলেন একে অপরকে

Last Updated:

জেলায় দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতা! কিস্তিমাত হল দেদার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: জেলায় প্রথম অনুষ্ঠিত হল দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতা। আর তাদের সেই দাবা খেলা দেখতে ভিড় জমালেন বহু ক্রীড়া প্রেমী মানুষ। প্রতিযোগিতার মধ্যে দিয়েই চলল একে অপরকে মাত দেওয়ার খেলা। ওরাও যে কোন অংশে কম নয় তা যেন আরও একবার নিজেদের এই প্রতিভার মধ্যে দিয়ে তুলে ধরলেন।
দাবা প্রতিযোগিতা দৃষ্টিহীনদের
দাবা প্রতিযোগিতা দৃষ্টিহীনদের
advertisement

দৃষ্টিহীনদের নিয়ে রাজ্যস্তরে দাবা প্রতিযোগিতার এই আসর বসল অশোকনগরের গুমায়। অল ইন্ডিয়া চেজ ফেডারেশন ফর দ্য ব্লাইন্ড এর সহযোগিতায় ও গুমা প্রেরণা অডিয়ো লাইব্রেরির উদ্যোগে আজয়জন করাহয় এই চ্যাম্পিয়নশিপের। প্রতিযোগিতায় অংশ নিয়েছেন প্রতিবন্ধী প্রায় ৮০ জন দাবা খেলোয়াড়। তাদের মধ্যে প্রায় ১৫ জন মহিলাও রয়েছেন বলে সংস্থার তরফ থেকে জানানো হয়। দু'টি বিভাগ চলছে এই প্রতিযোগিতা। জয়ী প্রতিযোগীদের রাজ্যের হয়ে জাতীয় স্তরে খেলার সুযোগ করে দেওয়া হবে বলেও সংস্কার তরফ থেকে জানানো হয়।

advertisement

আরও পড়ুন -  Purba Bardhaman News: অতর্কিত অভিযান চালিয়ে ডাকাতির পরিকল্পনা বানচাল করল পুলিশ,গ্রেফতার ৪

দৃষ্টিহীন সেই সকল প্রতিযোগীদের মধ্যে সেরার সেরাদের আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় বসার সুযোগ করে দেওয়া হবে বলেও জানানো হয়। এদিনের এই প্রতিযোগিতায় কেউ ছিলেন সম্পূর্ণ দৃষ্টিহীন, কারও আবার দৃষ্টিশক্তি ক্ষীণ, তবে সকলেই প্রতিদ্বন্দ্বিতায় একে অপরকে করা টেক্কা দিলেন এই দিনের প্রতিযোগিতায়। এদিনের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সুইডেনে আন্তর্জাতিক স্তরে চ্যাম্পিয়নশিপে যোগদানকারী গণেশ কিশ্কু ও ইন্দোনেশিয়ায় যোগদানকারী মেঘা চক্রবর্তী সহ আরও বিশিষ্ট দৃষ্টিহীন প্রতিযোগীরা।

advertisement

View More

আরও পড়ুন -  পড়ছে সিটি, চারদিকে বিয়ারের বোতল, বিশ্বকাপ হাতে টেবলের ওপর মেসির নাচ, রইল ড্রেসিং রুমের ভাইরাল ভিডিও

অনুষ্ঠানের আয়োজক তারক চন্দ্র জানান, দৃষ্টিহীন প্রতিযোগীদের সুযোগ করে দেওয়ার পাশাপাশি তাদের তুলে আনতে এই প্রয়াস। পরবর্তীতে আগ্রহী দৃষ্টিহীন প্রতিযোগীদের বিশেষভাবে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে জেলায়। সব মিলিয়ে দৃষ্টিহীন প্রতিযোগীদের এই দিনের প্রতিযোগিতা দেখতে বহু ক্রীড়া প্রেমী মানুষ ভিড় জমিয়েছিলেন গুমার নিবেদিতা পল্লী এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: চোখের জ্যোতি নেই, না দেখেও দাবা প্রতিযোগিতায় মাত দিলেন একে অপরকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল