Purba Bardhaman News: অতর্কিত অভিযান চালিয়ে ডাকাতির পরিকল্পনা বানচাল করল পুলিশ,গ্রেফতার ৪

Last Updated:

শীতের মধ্যরাতে ডাকাতির পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা।গোপন সূত্রে খবর পেয়ে তাদের সেই পরিকল্পনা বানচাল করল পুলিশ।

Purba Bardhaman News:  Police acts in proper time and dacoity plan flops
Purba Bardhaman News: Police acts in proper time and dacoity plan flops
#পূর্ব বর্ধমান: শীতের মধ্যরাতে ডাকাতির পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা।গোপন সূত্রে খবর পেয়ে তাদের সেই পরিকল্পনা বানচাল করল পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও অন্তত ছয় সাত জন পুলিশ দেখে চম্পট দেয়। তাদের হদিস পাওয়ার চেষ্টা চলছে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে এই ঘটনা ঘটেছে।
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার জনকে গ্রেফতার করেছে খন্ডঘোষ থানার পুলিশ। গভীর রাতে খণ্ডঘোষের মোগলমারি বোঁয়াইচন্ডী রোডের বড় গোপীনাথপুরে তোলার পাড় এলাকায় ১০-১১ জন দুষ্কৃতী ডাকাতির পরিকল্পনা নিয়ে জড়ো হয়েছে বলে খবর পায় পুলিশ। এর পরই খণ্ডঘোষ থানার পুলিশ অভিযানে নামে। ওই এলাকায় পুলিশ পৌঁছে চারজনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানা এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ভোজালি, লোহার রড, লাঠি, নাইলনের দড়ি উদ্ধার করা হয়েছে।
advertisement
তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন, বড় ধরনের ডাকাতির পরিকল্পনা নিয়েছিল তারা প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করা হচ্ছে। স্থানীয় দুষ্কৃতীরা এজন্য বাইরে থেকে দাগী দুষ্কৃতীদের নিয়ে এসেছিল। পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ থেকেও দুষ্কৃতীদের আনা হয়। তারা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ডাকাতি করার মতলব করেছিল নাকি অন্য কোথাও তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি এই দলে আর কারা কারা জড়িত, তারা এর আগে কোন কোন অপরাধের সঙ্গে জড়িত ছিল সেসব জানার চেষ্টা চালানো হচ্ছে।
advertisement
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে,সাধারণত শীতকালে রাতে ডাকাতির পরিকল্পনা করে দুষ্কৃতীরা। তাই এ ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতে এলাকায় এলাকায় পেট্রোলিং বাড়ানো হয়েছে। বিভিন্ন গাড়ির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। এলাকায় এলাকায় গাড়ি দাঁড় করিয়ে তল্লাশিও চালানো হচ্ছে। সেই সঙ্গে বিভিন্ন সোর্সকেও কাজে লাগানো হচ্ছে। সেই সোর্সের মাধ্যমে খবর পেয়েই এই দুষ্কৃতীদের গ্রেফতার করা সম্ভব হয়।
advertisement
Saradindu Ghosh
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: অতর্কিত অভিযান চালিয়ে ডাকাতির পরিকল্পনা বানচাল করল পুলিশ,গ্রেফতার ৪
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement