‘তু খিঁচ মেরি ফটো’ হাতে বিশ্বকাপ নিয়ে আন্তোনেলা, ছবি তুলছেন বর মেসি, ভাইরাল মাঠের মধ্য স্বামী-স্ত্রীর আবেগ

Last Updated:
আন্তোনেলার ঠোঁট নেমে এল মেসির গালে, তারপর...
1/5
#কলকাতা: লিওনেল মেসির কোটি কোটি ফ্যান রবিবার থেকে আনন্দের জোয়ারে ভাসছেন আর আর্জেন্টিনার  আন্তোনেলা রোকুজ্জো আর্জেন্টিনার মসিহার ফার্স্ট লেডি তিনি কী করলেন, তিনিও তো আর্জেন্টিনার বিগেস্ট ফ্যান! রবিবার রাতে তাঁকেও মেসির সঙ্গে মাঠেই আনন্দে মাততে দেখা গেল৷ Photo Courtesy- AP
#কলকাতা: লিওনেল মেসির কোটি কোটি ফ্যান রবিবার থেকে আনন্দের জোয়ারে ভাসছেন আর আর্জেন্টিনার  আন্তোনেলা রোকুজ্জো আর্জেন্টিনার মসিহার ফার্স্ট লেডি তিনি কী করলেন, তিনিও তো আর্জেন্টিনার বিগেস্ট ফ্যান! রবিবার রাতে তাঁকেও মেসির সঙ্গে মাঠেই আনন্দে মাততে দেখা গেল৷ Photo Courtesy- AP
advertisement
2/5
আর্জেন্টিনা বনাম ফ্রান্স বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে ছিল যাতে মেসি দুটি গোল করেন৷ পাশাপাশি টাইব্রেকারে শ্যুটআউটের সময় পেনাল্টি থেকেও গোল করতে পারেন৷  Photo Courtesy- Twitter 
আর্জেন্টিনা বনাম ফ্রান্স বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে ছিল যাতে মেসি দুটি গোল করেন৷ পাশাপাশি টাইব্রেকারে শ্যুটআউটের সময় পেনাল্টি থেকেও গোল করতে পারেন৷  Photo Courtesy- Twitter 
advertisement
3/5
তিনি ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে গোল করা প্রথম প্লেয়ার৷  Photo Courtesy- Twitter 
তিনি ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে গোল করা প্রথম প্লেয়ার৷  Photo Courtesy- Twitter 
advertisement
4/5
রুকোজ্জো একাধিক ছবি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম গ্রুপে ছবি দেন৷ তিনি মেসিকে শ্রদ্ধা জানান৷ পাশাপাশি তিনি লিখেছেন মেসি কীভাবে কখনও না হারার মানসিকতা শেখান তাঁর পরিবারকে৷ নিজের পোস্টে লেখেন "MI CAMPEON"- আন্তোনেলার আবেগ মাখা ছবি এখন নেটদুনিয়ায় সুপারহিট৷  Photo Courtesy- Twitter 
রুকোজ্জো একাধিক ছবি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম গ্রুপে ছবি দেন৷ তিনি মেসিকে শ্রদ্ধা জানান৷ পাশাপাশি তিনি লিখেছেন মেসি কীভাবে কখনও না হারার মানসিকতা শেখান তাঁর পরিবারকে৷ নিজের পোস্টে লেখেন "MI CAMPEON"- আন্তোনেলার আবেগ মাখা ছবি এখন নেটদুনিয়ায় সুপারহিট৷  Photo Courtesy- Twitter 
advertisement
5/5
মেসি ও রুকোজ্জো ২০১৭ সালে বিয়ে করেন৷ একেবারে ছোটবেলার প্রেমিকাকেই স্ত্রী রূপে বেছে নেন মেসি৷ ২০০৯ অবধি তাঁদের প্রেম একেবারে লোকচক্ষুর আড়ালে ছিল৷ কাতার বিশ্বকাপের ফাইনালে মেসির স্ত্রী ও সন্তান সকলেই হাজির ছিলেন মাঠে৷  Photo Courtesy- Twitter 
মেসি ও রুকোজ্জো ২০১৭ সালে বিয়ে করেন৷ একেবারে ছোটবেলার প্রেমিকাকেই স্ত্রী রূপে বেছে নেন মেসি৷ ২০০৯ অবধি তাঁদের প্রেম একেবারে লোকচক্ষুর আড়ালে ছিল৷ কাতার বিশ্বকাপের ফাইনালে মেসির স্ত্রী ও সন্তান সকলেই হাজির ছিলেন মাঠে৷  Photo Courtesy- Twitter 
advertisement
advertisement
advertisement