পড়ছে সিটি, চারদিকে বিয়ারের বোতল, বিশ্বকাপ হাতে টেবলের ওপর মেসির নাচ, রইল ড্রেসিং রুমের ভাইরাল ভিডিও

Last Updated:

ক্লাসিক হিরোর একেবারে বিন্দাস নাচ...

Lionel Messi dancing with holding world cup in hand, watch viral video- Photo- AP
Lionel Messi dancing with holding world cup in hand, watch viral video- Photo- AP
#কলকাতা: আজ যেন সব শব্দই শেষ, সব বিশেষণই যেন কম পড়ছে৷ বুয়েনস আয়ার্স থেকে কলকাতা সব ছবিটা যেন কোথাও মিলেমিশে একাকার হয়ে গেছে৷ তাই আজ নিউজপ্রিন্টে শব্দের আস্ফালন, টেলিভিশনের প্যাকেজ, বাইটের দৌরাত্ম্য সরিয়ে আর্জেন্টাইন ফ্যানদের ‘নির্মল আনন্দ’-র দিন৷
মেসির হাতে বিশ্বকাপের ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রেকর্ড ব্রেক করে দিয়ে ভাইরাল৷ নীল-সাদা জার্সির জাদুকরের হাতে অবশেষে উঠল বিশ্বকাপ৷ হয়ত অপেক্ষাটা একটু বেশিদিনের ছিল, হয়ত এই বিশ্বকাপকে হাতে পাওয়ার জন্য ফ্রান্সের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ গোল করার পাশাপাশি দলের ডিফেন্সলাইনে এসেও মেসিকে খেলতে হয়েছে, কিন্তু আজ সে কথাও থাক৷ এদিন বিশ্বকাপ জয়ের পর স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ড্রেসিংরুম ছিল বাঁধভাঙা উল্লাসে মাতোয়ারা৷ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মেসি বিশ্বকাপ হাতে লাফিয়ে উঠে পড়লেন ড্রেসিংরুমে রাখা টেবলের ওপর৷ চারদিক থেকে ভেসে আসছে লাতিন আমেরিকার জয়ের গন্ধ মাখা গানের সুর৷ কেউ দিচ্ছেন সিটি, চারদিকে অসংখ্য ফাঁকা বিয়ারের বোতল, এ এক অন্য উন্মাদনা৷ আর মেসি নাচছেন ছোট্ট শিশুর মতোই অনাবিল আনন্দে৷
advertisement
advertisement
রইল সুপার ভাইরাল সেই ভিডিও
advertisement
বিশ্বকাপ তাঁর হাতের মুঠোয়৷ কখনও ছুঁয়ে দেখছেন, কখনও চুম্বনে ভরিয়ে দিলেন, রবিবাসরীয় রাতে জ্বলজ্বল করছে নক্ষত্র আগামী চার বছরের বিশ্বফুটবলে শ্রেষ্ঠত্বের তাজ আর্জেন্টিনার মাথায়৷ আর ম্যাজিকম্যান মেসির পা ও মাথা এই তাজের কারিগর৷এবারের বিশ্বকাপে অল্পের জন্য গোল্ডেন বুট হাতছাড়া হলেও গোল্ডেন বল তাঁরই দখলে৷ দুটি বিশ্বকাপে গোল্ডেন বল অর্থাৎ টুর্নামেন্ট সেরা হওয়ার নজির গড়লেন মেসি৷
advertisement
৭ টি ব্যালন ডি অরের মালিক দেশের জার্সি গায়ে শাপমোচন করেছিলেন কোপা আমেরিকার ফাইনাল জিতে৷  মেসি তুমি কার এখন প্রশ্ন করা হলে বোধহয় উত্তর হবে সর্বকালীন সেরা ক্লাবের একেবারে সামনের সারিতে থাকা জ্যোতিষ্ক৷
বাংলা খবর/ খবর/খেলা/
পড়ছে সিটি, চারদিকে বিয়ারের বোতল, বিশ্বকাপ হাতে টেবলের ওপর মেসির নাচ, রইল ড্রেসিং রুমের ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement