পড়ছে সিটি, চারদিকে বিয়ারের বোতল, বিশ্বকাপ হাতে টেবলের ওপর মেসির নাচ, রইল ড্রেসিং রুমের ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
Last Updated:
ক্লাসিক হিরোর একেবারে বিন্দাস নাচ...
#কলকাতা: আজ যেন সব শব্দই শেষ, সব বিশেষণই যেন কম পড়ছে৷ বুয়েনস আয়ার্স থেকে কলকাতা সব ছবিটা যেন কোথাও মিলেমিশে একাকার হয়ে গেছে৷ তাই আজ নিউজপ্রিন্টে শব্দের আস্ফালন, টেলিভিশনের প্যাকেজ, বাইটের দৌরাত্ম্য সরিয়ে আর্জেন্টাইন ফ্যানদের ‘নির্মল আনন্দ’-র দিন৷
মেসির হাতে বিশ্বকাপের ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রেকর্ড ব্রেক করে দিয়ে ভাইরাল৷ নীল-সাদা জার্সির জাদুকরের হাতে অবশেষে উঠল বিশ্বকাপ৷ হয়ত অপেক্ষাটা একটু বেশিদিনের ছিল, হয়ত এই বিশ্বকাপকে হাতে পাওয়ার জন্য ফ্রান্সের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ গোল করার পাশাপাশি দলের ডিফেন্সলাইনে এসেও মেসিকে খেলতে হয়েছে, কিন্তু আজ সে কথাও থাক৷ এদিন বিশ্বকাপ জয়ের পর স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ড্রেসিংরুম ছিল বাঁধভাঙা উল্লাসে মাতোয়ারা৷ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মেসি বিশ্বকাপ হাতে লাফিয়ে উঠে পড়লেন ড্রেসিংরুমে রাখা টেবলের ওপর৷ চারদিক থেকে ভেসে আসছে লাতিন আমেরিকার জয়ের গন্ধ মাখা গানের সুর৷ কেউ দিচ্ছেন সিটি, চারদিকে অসংখ্য ফাঁকা বিয়ারের বোতল, এ এক অন্য উন্মাদনা৷ আর মেসি নাচছেন ছোট্ট শিশুর মতোই অনাবিল আনন্দে৷
advertisement
আরও পড়ুন - Lionel Messi wins World Cup: মসিহা মেসি! কাঁপিয়ে দিলেন, সারা বিশ্ব এখন পদানত, রইল বিশ্বকাপ জয়ের ফটো
advertisement
রইল সুপার ভাইরাল সেই ভিডিও
LIONEL MESSI JUMPING ON THE TABLE IN THE DRESSING ROOM 😂
(via @Notamendi30) pic.twitter.com/WUTq3AmjKs — ESPN FC (@ESPNFC) December 18, 2022
advertisement
বিশ্বকাপ তাঁর হাতের মুঠোয়৷ কখনও ছুঁয়ে দেখছেন, কখনও চুম্বনে ভরিয়ে দিলেন, রবিবাসরীয় রাতে জ্বলজ্বল করছে নক্ষত্র আগামী চার বছরের বিশ্বফুটবলে শ্রেষ্ঠত্বের তাজ আর্জেন্টিনার মাথায়৷ আর ম্যাজিকম্যান মেসির পা ও মাথা এই তাজের কারিগর৷এবারের বিশ্বকাপে অল্পের জন্য গোল্ডেন বুট হাতছাড়া হলেও গোল্ডেন বল তাঁরই দখলে৷ দুটি বিশ্বকাপে গোল্ডেন বল অর্থাৎ টুর্নামেন্ট সেরা হওয়ার নজির গড়লেন মেসি৷
advertisement
আরও পড়ুন - Lionel Messi GOAT: অধরা মাধুরীকে ছুঁয়ে ফেললেন, সর্বকালীন সেরা মেসির ক্যাবিনেটে এবার বিশ্বকাপও
৭ টি ব্যালন ডি অরের মালিক দেশের জার্সি গায়ে শাপমোচন করেছিলেন কোপা আমেরিকার ফাইনাল জিতে৷ মেসি তুমি কার এখন প্রশ্ন করা হলে বোধহয় উত্তর হবে সর্বকালীন সেরা ক্লাবের একেবারে সামনের সারিতে থাকা জ্যোতিষ্ক৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 19, 2022 2:05 AM IST